পদ্মা সেতুর টোল প্লাজার কাছে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে শেখ রাসেল সেনানিবাস সড়কের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে শেখ রাসেল সেনানিবাস সড়কের পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবিব প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন জাজিরা উপজেলার ফরাজী কান্দি এলাকার নাবিল ফরাজী (১৮) ও সায়েম মাদবর (১৯), এবং মোসলেম ঢালি কান্দি এলাকার আরমান ঢালী (১৮) ও খিদির মাদবর (২০)।
পদ্মা সেতু দক্ষিণ থানার সূত্রে জানা গেছে, নাওডোবা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা চার তরুণ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলগুলোর কোনো নিবন্ধন ছিল না। স্থানীয়দের তথ্যমতে, দুই মোটরসাইকেলের গতি অত্যন্ত বেশি ছিল, যা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?