পুষ্পা ২’ কেন বাংলাদেশে মুক্তি পাচ্ছে না?
অবশেষে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ এর সিক্যুয়েল, ‘পুষ্পা ২ : দ্য রুল’। ২০২১ সালে মুক্তি পাওয়ার পর ‘পুষ্পা’ সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাফল্য অর্জন করে।
কেন বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা ২ : দ্য রুল’?
অবশেষে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ এর সিক্যুয়েল, ‘পুষ্পা ২ : দ্য রুল’। ২০২১ সালে মুক্তি পাওয়ার পর ‘পুষ্পা’ সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাফল্য অর্জন করে। বিশেষ করে আল্লু অর্জুনের অভিনয়, সিনেমার গান এবং ডায়লগগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে। বাংলাদেশের দর্শকদের মধ্যেও এই সিনেমার অনেক ভক্ত রয়েছে। তবে, এর দ্বিতীয় কিস্তি মুক্তির আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ হলো—বাংলাদেশে মুক্তি পাচ্ছে না এই সিনেমাটি।
সিনেমাটি বাংলাদেশের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মাধ্যমে মুক্তির কথা থাকলেও, প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন যে তারা এই সিনেমা আমদানি করছে না। তিনি যমুনা টেলিভিশনকে জানান, বর্তমানে তিনি অন্য ৮টি দেশের মধ্যে ‘দরদ’ সিনেমাটি মুক্তির কাজে ব্যস্ত, তাই ‘পুষ্পা ২ : দ্য রুল’ বাংলাদেশে মুক্তি দেয়ার জন্য সময় বের করা সম্ভব হচ্ছে না।
অন্যদিকে, ভারতীয় সিনেমা আমদানি করে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়াও। তবে তারা ‘পুষ্পা ২ : দ্য রুল’ আনবে না বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ। দুই সপ্তাহ আগে, ‘স্ত্রী ২’ সিনেমাটি মুক্তি দেয়ার পর থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমা আমদানির পরেও সেন্সর ছাড়পত্র না পাওয়ার কারণে ‘পুষ্পা ২’ এর মুক্তি নিয়েও কোনো আশার কথা শোনা যাচ্ছে না।
এভাবে, বাংলাদেশের দর্শকদের জন্য একটি বড় আক্ষেপ হিসেবে রয়ে যাচ্ছে ‘পুষ্পা ২ : দ্য রুল’ এর মুক্তি।
What's Your Reaction?