বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের আবার সড়ক অবরোধ
অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আজ রোববার সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আজ রোববার সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানের মালিকানাধীন। এখানে পোশাকসহ বিভিন্ন ধরনের কারখানা রয়েছে এবং প্রায় ৪০ হাজার মানুষ এখানে কাজ করেন। প্রতিমাসে তাদের বেতন পরিশোধ করতে হয় ৮০ থেকে ৮২ কোটি টাকা। তবে গত কয়েক মাস ধরে ব্যাংক হিসাব জব্দ এবং নানা কারণে শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ করা সম্ভব হয়নি।
এরপর থেকেই প্রতিমাসে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এই মাসেও গত বৃহস্পতিবার থেকে অক্টোবর মাসের বেতন দাবিতে আন্দোলন শুরু করেন তারা। শুক্রবার কারখানা বন্ধ থাকায় আন্দোলন হয়নি, তবে শনিবার থেকে আবার সড়ক অবরোধ শুরু করেন শ্রমিকরা।
আজ সকাল থেকে সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং শ্রমিকদের সরানোর চেষ্টা করে। কিন্তু শ্রমিকরা জানান, বেতন না পেলেই তারা সড়ক ছাড়বেন না।
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক ফজলুল হক বলেন, "কয়েক মাস ধরে আন্দোলন ছাড়া বেতন পাচ্ছি না। সময়মতো বেতন পেলে আর আন্দোলন করতে হয় না।"
আরেক শ্রমিক মো. কাজিমুদ্দিন বলেন, "যতক্ষণ না বেতন পাই, ততক্ষণ সড়ক ছাড়ব না। সড়ক বন্ধ না করলে সরকার আমাদের কথা শুনবে না।"
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের বেতন দাবিতে তারা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
What's Your Reaction?