বরগুনায় ডাকাতদের চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

বরগুনায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় এক বৃদ্ধাকে হত্যা করেছে ডাকাতরা। গতকাল বুধবার রাতে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামে এই ঘটনা ঘটে।

Nov 14, 2024 - 08:59
 0  10
বরগুনায় ডাকাতদের চিনে ফেলায় বৃদ্ধাকে হত্যা

বরগুনায় প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় এক বৃদ্ধাকে হত্যা করেছে ডাকাতরা। গতকাল বুধবার রাতে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর কাকচিড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নারী হলেন, খোরশেদ জোমাদ্দারের স্ত্রী মোসা. ফাতেমা (৬৮)। তার দুই ছেলে সৌদি প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বাড়িতে ঘুমিয়েছিলেন ফাতেমা ও তার স্বামী খোরশেদ। হঠাৎই দরজা ভেঙে সেখানে হামলা চালায় একদল ডাকাত। খোরশেদ ও ফাতেমার হাত-পা বেঁধে লুটপাট চালায় বাড়িতে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের চিনে ফেলায় হত্যা করা হয় ফাতেমাকে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফাতেমা নামের এক নারীর মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow