বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সকল চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ খাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া একতরফা চুক্তি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

Nov 13, 2024 - 05:25
 0  1
বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে সকল চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ খাতে ভারতের আদানি গ্রুপের সঙ্গে হওয়া একতরফা চুক্তি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম এই রিট আবেদনটি জনস্বার্থে দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এই রিটের শুনানি হবে।

এটির আগে, গত ৬ নভেম্বর, সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিদ্যুৎ সংক্রান্ত আদানি গ্রুপের সঙ্গে সমস্ত চুক্তি বাতিলের দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, অবিলম্বে একতরফা চুক্তিগুলো পুনর্বিবেচনা করতে অথবা পুরোপুরি বাতিল করতে হবে। এ বিষয়ে তিন দিনের মধ্যে আদানি গ্রুপকে চুক্তি পুনর্বিবেচনার প্রক্রিয়া শুরু না করলে হাইকোর্টে রিট দায়ের করার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এছাড়া, জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত প্রতিবেদন দেওয়ারও আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান এবং জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে তিন দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। সময়সীমা শেষ হওয়ায় এবার রিট আবেদনটি দায়ের করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে তাড়াহুড়া করে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়। ওই সময় দেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow