যেকোনো অবস্থা থেকে জিতব, এই বিশ্বাস রাখতে চান শান্ত

বাংলাদেশ ক্রিকেট গত কিছু সময় ধরে মন্দ সময় পার করছিল, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয় এনে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই জয় দিয়ে সিরিজ যেমন বেঁচে গেছে, তেমনি সিরিজ জয়ের স্বপ্নও এখন জীবিত। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে দেখা যাচ্ছে সন্তুষ্টির সুর, তবে তিনি ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি থেকে জয়ের বিশ্বাস রাখতে চান।

Nov 10, 2024 - 05:54
 0  2
যেকোনো অবস্থা থেকে জিতব, এই বিশ্বাস রাখতে চান শান্ত

বাংলাদেশ ক্রিকেট গত কিছু সময় ধরে মন্দ সময় পার করছিল, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয় এনে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই জয় দিয়ে সিরিজ যেমন বেঁচে গেছে, তেমনি সিরিজ জয়ের স্বপ্নও এখন জীবিত। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে দেখা যাচ্ছে সন্তুষ্টির সুর, তবে তিনি ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি থেকে জয়ের বিশ্বাস রাখতে চান।

জয়ের পর বাংলাদেশ দল কী ভাবছে, তা জানিয়ে শান্ত বলেন, "বেশ কিছু জায়গায় আরও উন্নতি করার সুযোগ আছে। আজকে সবাই যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন করেছে, তাতে আমি মনে করি, আমরা এর থেকেও ভালো খেলা উপহার দিতে পারি। তবে, সিরিজ শেষ হয়নি। পরের ম্যাচে আবার কিভাবে পরিকল্পনা করে এগোতে পারি, সেটাই এখন জরুরি।"

কঠিন সময়ের পর এমন জয়কে স্বস্তির বলে মনে করছেন শান্ত। তবে উন্নতির জায়গা খুঁজে পাচ্ছেন তিনি। শান্ত বলেন, "মনে হয় খুব কঠিন সময় পার করছি আমরা। ক্রিকেট আসলে মোমেন্টামের খেলা। মোমেন্টাম পাওয়ার জন্য আমরা অনেক সময় চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, যেভাবে পরিকল্পনা করেছি, সবাই সেটা মাঠে কার্যকর করেছে। ১০০% চেষ্টা করেছে। তবে এখানেও আরও উন্নতির জায়গা আছে। যে পরিকল্পনা ছিল, তার কাছাকাছি সফল হতে পেরেছি।"

ভারতের মাঠে টি-টোয়েন্টি এবং টেস্ট হারে পর দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে সিরিজ হার এবং তারপর এই কঠিন সময় সম্পর্কে শান্ত বলেন, "গত কয়েকটি ম্যাচে যেভাবে খেলছিলাম, সব মিলিয়ে খুব একটা ভালো অবস্থানে ছিলাম না। তবে আজকে সবাই যেভাবে কামব্যাক করেছে, এবং বিশ্বাস রেখেছে যে আমরা ভালো করতে পারি, সেটা আমাদের জন্য বড় ব্যাপার। সবাই নিজের প্রক্রিয়া ঠিক রেখে খেলেছে।"

শান্ত আরও যোগ করেন, "এটা কঠিন ছিল, কিন্তু সবার বিশ্বাস ছিল যে আমরা ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারি। সবচেয়ে ভালো লেগেছে যে আগের দিন যে পরিকল্পনা করেছি, সবাই সেটা মেনে চলেছে।"

নিয়মিতভাবে ম্যাচ জিততে দলের কি করতে হবে, এ সম্পর্কে শান্ত বলেন, "আমরা যেরকম দল, হয়ত এখনো আমাদের সেরাটা দিতে পারছি না, কিন্তু আমাদের সক্ষমতা রয়েছে। আমাদের বোলিং আক্রমণ ভালো, যদি আমরা তাদের কম রানে আটকে রাখতে পারি, তাহলে চেইজ করতে আমরা সক্ষম। শুধু প্রয়োজন আত্মবিশ্বাসের, নিজেদের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে যেকোনো অবস্থায় আমরা জয়ী হতে পারব।"

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামীকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে, যেখানে জয়ী দল সিরিজ জয়ের ট্রফি হাতে তুলবে। নাজমুল হোসেন শান্ত ও তার দল সেই ট্রফি নিয়েই দেশে ফিরতে চায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow