লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি

গত অর্থবছরে মুনাফা কমেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি)। এ পরিস্থিতিতে গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তারা।

Nov 19, 2024 - 04:50
 0  2
লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি

গত অর্থবছরে মুনাফা কমেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি)। এ পরিস্থিতিতে গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে তারা।

গত রোববার অনুষ্ঠিত আইসিবির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশসংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ খবর পাওয়া গেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। আগের বছর সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৮৯ পয়সা আয় হয়েছিল। এ ছাড়া একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৯৫ পয়সা।

আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সে জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

গত এক বছরে আইসিবির শেয়ারের সর্বোচ্চ দাম ছিল ৮৭ টাকা ৬০ পয়সা আর সর্বনিম্ন দাম ছিল ৪৭ টাকা ৬০ পয়সা। ২০২৩ সালে কোম্পানিটি ২ দশমিক ৫০ শতাংশ, ২০২২ সালে ৫ শতাংশ, ২০২১ সালে ১১ শতাংশ, ২০২০ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগের কয়েক বছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

এ ছাড়া কোম্পানিটি ২০২৩ সালে ২ দশমিক ৫০ শতাংশ, ২০২২ সালে ৫ শতাংশ, ২০২০ সালে ৫ শতাংশ, ২০১৯ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে অবশ্য কোম্পানিটি গড়ে ২৫ শতাংশের বেশি হারে নগদ লভ্যাংশ দিয়েছে।

অর্থাৎ দেখা যাচ্ছে, ২০১৭ সালের পর থেকে আইসিবির লভ্যাংশ দেওয়ার হার কমেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow