সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে সরকার

বাজারে লাগামহীন নিত্যপণ্যের দাম। প্রতিনিয়ত বাড়ছে সব কিছুর দাম। দ্রব্যমূল নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন, তদারকি, অভিযান পরিচালনা করেও নিয়ন্ত্রণ হচ্ছে না

Oct 15, 2024 - 12:14
 0  12
সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাচ্ছে সরকার

বাজারে লাগামহীন নিত্যপণ্যের দাম। প্রতিনিয়ত বাড়ছে সব কিছুর দাম। দ্রব্যমূল নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে টাস্কফোর্স গঠন, তদারকি, অভিযান পরিচালনা করেও নিয়ন্ত্রণ হচ্ছে না। এবার  পণ্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার হার্ডলাইনে যাচ্ছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘সরকার চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাবে।’

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘বন্যার কারণে হয়তো সবজির দাম বাড়ছে। তবে অন্য পণ্যের দাম বৃদ্ধির পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে।

তাদের কারসাজিতেই এসব হচ্ছে। এই সিন্ডিকেট ভাঙার জন্য চেষ্টা করছে সরকার।’

বাজার সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি আরো বলেন, ‘ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।’

যুব উপদেষ্টা আরো বলেন, ‘দীর্ঘদিনের আওয়ামী নিয়োগ সেটআপ হয়েছে।

অর্থনীতি খারাপ অবস্থায় আছে। আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। ১৬ বছরে যা হয়েছে, তা ঠিক করতে ১০ বছর লাগবে। গণমাধ্যমও সংস্কার করা উচিত।’ 

তিনি যেকোনো সেক্টরে অনিয়ম-দুর্নীতি হলে তা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow