কঞ্চির তির বুকে বিঁধে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কঞ্চি নিয়ে খেলতে গিয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল কবির (১২)। গতকাল বুধবার বিকেলে উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

Oct 17, 2024 - 07:03
 0  34
কঞ্চির তির বুকে বিঁধে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে কঞ্চি নিয়ে খেলতে গিয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম সাইদুল কবির (১২)। গতকাল বুধবার বিকেলে উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সাইদুল কবির সরল ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে। সে পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় লোকজন ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে সহপাঠীদের সঙ্গে কঞ্চির তির বানিয়ে খেলাধুলা করছিল সাইদুল। এ সময় অসাবধানতাবশত একটি তির সাইদুলের বুকে ঢুকে যায়। আহত অবস্থায় দ্রুত পরিবারের লোকজন তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইদুলের অবস্থা গুরুতর দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয়।

সাইদুলের বাবা আজিজুর রহমান বলেন, ‘খেলা করার সময় আমার ছেলেটি আহত হলো। হাসপাতালে নিয়ে গিয়েও তাকে বাঁচানো গেল না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow