ইমনের নতুন ছবি ‘ময়নার চর’: কী রয়েছে এতে?
চলতি বছরের শেষ দিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন ঢাকাই সিনেমার নায়ক মামনুন হাসান ইমন। কিছু সময় ধরে সিনেমার বাইরের কাজেই বেশি ব্যস্ত ছিলেন তিনি, তবে চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্মে তার আত্মপ্রকাশ ঘটে। এবার তিনি নতুন একটি সিনেমায় কাজ করছেন, যার নাম *‘ময়নার চর’*।
চলতি বছরের শেষ দিকে নতুন সিনেমার কাজ শুরু করেছেন ঢাকাই সিনেমার নায়ক মামনুন হাসান ইমন। কিছু সময় ধরে সিনেমার বাইরের কাজেই বেশি ব্যস্ত ছিলেন তিনি, তবে চলতি বছরেই ওটিটি প্ল্যাটফর্মে তার আত্মপ্রকাশ ঘটে। এবার তিনি নতুন একটি সিনেমায় কাজ করছেন, যার নাম *‘ময়নার চর’*।
সম্প্রতি ইমন জানালেন, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং বর্তমানে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডারে শুটিং চলছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেত্রী সুষ্মী রহমান। সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান।
এ প্রসঙ্গে ইমন বলেন, "সিনেমাটির গল্প চর এলাকার মানুষের জীবনের নানা জটিলতা এবং টানাপোড়েন নিয়ে।"
তিনি আরও বলেন, "প্রচণ্ড শীতের মধ্যে শুটিং চলছে। ভোর থেকে মানুষ দল বেঁধে আমাদের শুটিং দেখতে আসেন। অনেক বয়স্ক মানুষ আছেন, যারা কখনো ক্যামেরা দেখেননি। তারা জীবনে কখনো ঢাকায় যাননি। তাদের সরলতা এবং আন্তরিকতা আমাদের কাজকে আরও সহজ করে তুলছে। শুটিংয়ের জন্য এলাকাবাসী আমাদের পুরোপুরি সহায়তা করছেন, যা খুবই ভালো লাগছে।"
এদিকে, শুটিংয়ের সময় চর এলাকার স্থানীয় মানুষদের সহযোগিতা এবং তাদের সরলতা, আন্তরিকতা ইমনের কাজকে আরও প্রাণবন্ত করে তুলছে বলে জানিয়েছেন তিনি।
What's Your Reaction?