সেভিয়াকে হারিয়ে বার্সাকে পেছনে ফেললো রিয়াল

স্প্যানিশ লা লিগার এক গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ফেদে ভালভার্দে, রদ্রিগো গোয়েস এবং দিয়াজ।

Dec 23, 2024 - 06:34
 0  0
সেভিয়াকে হারিয়ে বার্সাকে পেছনে ফেললো রিয়াল

স্প্যানিশ লা লিগার এক গুরুত্বপূর্ণ ম্যাচে সেভিয়াকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ফেদে ভালভার্দে, রদ্রিগো গোয়েস এবং দিয়াজ।

রোববার (২২ ডিসেম্বর) নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের ১৮তম লিগ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া একাদশ সাজান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচে কিলিয়ান এমবাপ্পে এবং রদ্রিগো গোয়েসের দারুণ প্রদর্শনীতে ভিনির অভাবটা একদম অনুভূত হয়নি লস ব্লাঙ্কোসদের।

ম্যাচের ১০ মিনিটে প্রথম গোলটি করেন রিয়ালের এমবাপ্পে। রদ্রিগোর পাস থেকে বক্সের বাইরে থেকে জোরালো শট করে তিনি গোল করেন। এরপর ২০ মিনিটে ব্যবধান ২-০ করেন ফেদে ভালভার্দে। এমবাপ্পের পাস থেকেই গোলটি করেন রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার।

       গোল করার পর এমবাপ্পে।

এরপর রদ্রিগোর একটি দারুণ গোলের মাধ্যমে রিয়াল ৩-০ তে এগিয়ে যায়। ৩৪ মিনিটে লুকাস ভাসকেসের চোখ ধাঁধানো পাস থেকে ওয়ান টাচে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিন্তু এক মিনিট পরই সেভিয়া একটি গোল শোধ করে। ৩-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। 

বিরতির পর দু’দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, তবে স্বাগতিকরা খুব বেশি সময় নেননি ব্যবধান আরও বাড়াতে। দ্বিতীয়ার্ধের ৮ম মিনিটে রিয়াল মাদ্রিদের চতুর্থ গোলটি করেন মরক্কোর উইঙ্গার ব্রাহিম দিয়াজ। তবে ৮৫ মিনিটে সেভিয়া একটি গোল করে হারের ব্যবধান কমিয়ে আনে। 

এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১২ জয় ও ৪ ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপাধারীরা দ্বিতীয় স্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রয়েছে কাতালানরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow