বাঁধনকে নিয়ে সোহেলকন্যার মন্তব্য

টালিউড ও বলিউডে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চলতি বছর ‘মেয়েদের গল্প’ নামক সিনেমায় অভিনয়ের কথা ছিল তার। কিন্তু এখন জানা গেল, এই সিনেমার সঙ্গে আর যুক্ত থাকছেন না বাঁধন। 

Dec 23, 2024 - 05:23
 0  1
বাঁধনকে নিয়ে সোহেলকন্যার মন্তব্য

টালিউড ও বলিউডে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। চলতি বছর ‘মেয়েদের গল্প’ নামক সিনেমায় অভিনয়ের কথা ছিল তার। কিন্তু এখন জানা গেল, এই সিনেমার সঙ্গে আর যুক্ত থাকছেন না বাঁধন। 

সিনেমাটি পরিচালনা করার কথা ছিল চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরীর। কিন্তু সম্প্রতি গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী। 

এ বিষয়ে বাঁধন বলেন, "আমি এখন আর সেই সিনেমার সঙ্গে যুক্ত নই। সুতরাং সিনেমা নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না।" অন্যদিকে, লামিয়া চৌধুরী জানান, "একটি সিনেমায় অনেক বিষয় থাকে, বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। অনেক কারণে আমাদের সঙ্গে বাঁধনের চুক্তি হয়নি, তাই সেই সিনেমা আপাতত হচ্ছে না।"

‘মেয়েদের গল্প’ সিনেমাটি নিয়ে এর আগে লামিয়া তার মা দিতিকে জানিয়েছিলেন এবং তিনি এই সিনেমা প্রযোজনা করার পাশাপাশি অভিনয়ও করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ২০১৬ সালে দিতির অকাল মৃত্যুর কারণে কাজ থমকে যায়। সেই সময় থেকে লামিয়া এই সিনেমার কাজ শেষ করার তীব্র ইচ্ছা প্রকাশ করে আসছেন, কারণ সিনেমাটির সঙ্গে তার মায়ের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। 

লামিয়া বলেন, “মা বেঁচে থাকতে আমরা গল্পটা শুরু করি। এরপর স্ক্রিপ্ট, গান নিয়ে কাজ করেছি। এই সিনেমার সঙ্গে আমার অনেক শ্রম এবং ভালোবাসা জড়িয়ে আছে। আমি চাই কাজটা শেষ হোক, যদিও কিছুটা সময় লাগলেও আমি সবার সাথে মিলেমিশে কাজটা সম্পন্ন করতে চাই।”

এদিকে, বাঁধন সিনেমাটির সঙ্গে আর যুক্ত না থাকলেও, লামিয়া চৌধুরী এই প্রজেক্ট নিয়ে তার নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে চান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow