"ইইউ-এর জন্য বড় হুমকি রাশিয়া, মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী মেলোনির

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং তার চেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। তিনি বলেন, মস্কো ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করতে অবৈধ অভিবাসন এবং অন্যান্য ইস্যু ব্যবহার করতে পারে।

Dec 23, 2024 - 06:28
 0  0
"ইইউ-এর জন্য বড় হুমকি রাশিয়া, মন্তব্য ইতালির প্রধানমন্ত্রী মেলোনির

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং তার চেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। তিনি বলেন, মস্কো ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করতে অবৈধ অভিবাসন এবং অন্যান্য ইস্যু ব্যবহার করতে পারে।

ফিনল্যান্ড, ইতালি, সুইডেন এবং গ্রিসের নেতাদের সঙ্গে নর্ডিক অঞ্চল ও ভূমধ্যসাগরের নিরাপত্তা এবং দক্ষিণ ইউরোপের অভিবাসন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য মেলোনি ল্যাপল্যান্ডে এক সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সম্মেলনে ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধানও উপস্থিত ছিলেন।

এক সংবাদ সম্মেলনে রাশিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে রক্ষণশীল সরকারের নেতা মেলোনি বলেন, ‘আমাদের বুঝতে হবে, রাশিয়া যা করছে তা আমাদের ধারণার চেয়েও বড় হুমকি।’ তিনি আরও যোগ করেন, ইউক্রেনের সংঘাত শেষ হলেও ইইউর ঝুঁকি কমবে না, তা রাশিয়া বা অন্য যেকোনো কারণে হোক না কেন। ইইউকে অবশ্যই এর জন্য প্রস্তুত থাকতে হবে।

মেলোনি ইইউকে তার সীমান্ত রক্ষার জন্য আরও কঠোর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। তিনি সতর্ক করেন, রাশিয়া বা অন্য কোনো ‘অপরাধী সংগঠন’ যেন অবৈধ অভিবাসীদের ইউরোপে ঠেলে না দেয়।

ফিনল্যান্ড ও এস্তোনিয়া সহ বেশ কয়েকটি ইইউ সদস্য দেশ অভিযোগ করেছে যে, রাশিয়া মধ্যপ্রাচ্য ও অন্যান্য অঞ্চল থেকে অবৈধ অভিবাসীদের যথাযথ তল্লাশি ছাড়া ইইউভুক্ত দেশগুলিতে প্রবেশের অনুমতি দিয়েছে, যা ইইউর নিরাপত্তাকে বিঘ্নিত করছে।

এদিকে, রাশিয়া দাবি করেছে যে, তারা ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নে ঠেলে দিচ্ছে না। 

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পো বলেছেন, তার দেশের ১,৩৪০ কিলোমিটার সীমান্ত রয়েছে রাশিয়ার সঙ্গে, যা ফিনল্যান্ড এবং অন্যান্য ইইউ সদস্য এবং ন্যাটো মিত্রদের জন্য ‘অস্তিত্বের প্রশ্ন’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow