মাঠে ফিরে আসছে হকি

দেশের হকি মাঠে প্রাণচাঞ্চল্য ফিরছে। সাত মাস পর হকি টার্ফে খেলা শুরু হতে যাচ্ছে, এবং তা হতে যাচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্টের মাধ্যমে। দেশের হকির প্রাণকেন্দ্র মওলানা ভাসানী স্টেডিয়ামে এই প্রথম বড় ধরনের টুর্নামেন্ট হতে যাচ্ছে। শেষবার ২০২৩ সালের এপ্রিল মাসে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছিল।

Dec 23, 2024 - 05:28
 0  1
মাঠে ফিরে আসছে হকি

দেশের হকি মাঠে প্রাণচাঞ্চল্য ফিরছে। সাত মাস পর হকি টার্ফে খেলা শুরু হতে যাচ্ছে, এবং তা হতে যাচ্ছে বিজয় দিবস হকি টুর্নামেন্টের মাধ্যমে। দেশের হকির প্রাণকেন্দ্র মওলানা ভাসানী স্টেডিয়ামে এই প্রথম বড় ধরনের টুর্নামেন্ট হতে যাচ্ছে। শেষবার ২০২৩ সালের এপ্রিল মাসে প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত ১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ হকি ফেডারেশনে একটি অ্যাডহক কমিটি গঠন করে। এবার বিজয় দিবস টুর্নামেন্টের মাধ্যমে এই কমিটি হকির প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনার চেষ্টা করছে।

রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) জানান, “আমাদের মূল লক্ষ্য হলো হকি খেলার পরিবেশ তৈরি করা। সেই লক্ষ্যেই বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে। ভবিষ্যতে অন্যান্য প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

বিজয় দিবস হকি টুর্নামেন্টে বিভিন্ন ক্লাব, সংস্থা ও জেলা দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই আহ্বানে সাড়া দিয়েছে নৌ, সেনা, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ এবং বিকেএসপি। এছাড়া, পুষ্কর ক্ষিসা মিমোসহ কয়েকজন প্রতিষ্ঠিত হকি খেলোয়াড় মিলে কল্যাণ ঐক্য পরিষদ নামে একটি দল গঠন করেছেন, এবং ফেডারেশন তাদেরকেও খেলতে অনুমতি দিয়েছে।

এ বিষয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক আরো বলেন, "আমরা চেয়েছি খেলোয়াড়রা যেন খেলার সুযোগ পান। তাই, ফেডারেশনের অ্যাফিলিয়েটেড এবং নন-অ্যাফিলিয়েটেড দলদের পার্থক্য না করে সবার জন্যই টুর্নামেন্ট উন্মুক্ত রেখেছি।"

বিজয় দিবস হকি টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করবে, যা দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

হকির প্রতি আগ্রহী দর্শকদের জন্য এটি একটি উৎসাহজনক উদ্যোগ, যা দেশের হকির উন্নতির পথে নতুন দিগন্ত উন্মুক্ত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow