অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) জুনিয়র অফিসার (আইটি অ্যান্ড এমআইএস) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

Dec 23, 2024 - 04:25
 0  0
অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) জুনিয়র অফিসার (আইটি অ্যান্ড এমআইএস) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

**পদের নাম**: জুনিয়র অফিসার (আইটি অ্যান্ড এমআইএস)  
**পদসংখ্যা**: অনির্ধারিত

**যোগ্যতা**:  
- স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এ ধরনের বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।  
- কম্পিউটার ও আইটি–সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমাসহ বিএসসি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  
- শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়।  
- নেটওয়ার্ক ডিভাইস ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক টেকনোলজিস ও সার্ভার ম্যানেজমেন্ট বিষয়ে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।  
- আইটি–সংক্রান্ত বিষয়ে ট্রাবলশুটিংয়ে দক্ষ হতে হবে।  
- বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগে সক্ষম হতে হবে।

**বয়স**: সর্বোচ্চ ৩২ বছর

**বেতন**: মাসিক ৩৩,০০০ টাকা

**সুযোগ-সুবিধা**:  
- প্রভিডেন্ট ফান্ড  
- গ্র্যাচুইটি  
- লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স  
- বিমা  
- উৎসব বোনাসসহ অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

**আবেদন প্রক্রিয়া**:  
আগ্রহী প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য [এই লিংক](#) ভিজিট করে "Apply Online" বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।  

**আবেদনের শেষ তারিখ**: ৩১ ডিসেম্বর ২০২৪

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow