রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে সতর্ক জার্মানি

ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের পাশাপাশি রাশিয়া পশ্চিমাদের সঙ্গে একটি নতুন ধরণের যুদ্ধেও জড়িত। এ কারণে পুতিনকে সম্মুখ যুদ্ধের পাশাপাশি পশ্চিমাদের মোকাবেলা করতে নানা কৌশল গ্রহণ করতে হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে হাইব্রিড আক্রমণ মডেল।

Dec 23, 2024 - 06:04
 0  1
রাশিয়ার ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে সতর্ক জার্মানি

ইউক্রেনের সাথে চলমান যুদ্ধের পাশাপাশি রাশিয়া পশ্চিমাদের সঙ্গে একটি নতুন ধরণের যুদ্ধেও জড়িত। এ কারণে পুতিনকে সম্মুখ যুদ্ধের পাশাপাশি পশ্চিমাদের মোকাবেলা করতে নানা কৌশল গ্রহণ করতে হচ্ছে, যার মধ্যে একটি হচ্ছে হাইব্রিড আক্রমণ মডেল। জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিওস এখন এই বিষয়ে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের বিষয়ে জার্মানিকে প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে নির্বাচনকালীন সময়ে।

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বোরিস পিস্টোরিওস জানান, “হাইব্রিড হামলা” মূলত সাইবার আক্রমণ একটি বিশেষ কৌশল, যার মাধ্যমে একটি দেশের আইটি, নেটওয়ার্ক এবং অন্যান্য ডিভাইসে অনুপ্রবেশ করা হয়। পশ্চিমাদের অভিযোগ, বর্তমানে রাশিয়া এই কৌশল ব্যবহার করছে।

রবিবার জার্মানির সংবাদমাধ্যম ফুংকে মেডিয়েনগ্রুপকে দেয়া এক সাক্ষাৎকারে পিস্টোরিওস বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাইব্রিড হামলার দিকে এগিয়ে যাচ্ছেন, আর তার লক্ষ্য জার্মানি। তিনি জানেন কীভাবে আমাদের লক্ষ্য করতে হয়।” তিনি আরও বলেন, গত কিছুদিনের মধ্যে জার্মানির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা যেমন নর্থ সি ও বাল্টিক সি’র ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে কথা বলেছেন।

পিস্টোরিওস বলেন, ক্রেমলিনপন্থি গোষ্ঠীসমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে জার্মান সমাজে বিভেদ সৃষ্টি করতে পারে, যা ডানপন্থি দলগুলোর জনপ্রিয়তা বাড়িয়ে দিতে পারে। তিনি আরও বলেন, “এরই মধ্যে সামাজিক মিডিয়াতে ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ এবং বিভিন্ন দলকে অর্থায়ন করা হচ্ছে, যারা দাবি করছে আমরা নিজেদের সুরক্ষার বিষয়ে চিন্তা না করে রাশিয়ার সঙ্গে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি।”

রাশিয়ার সামরিক শক্তি ন্যাটোর জন্য বড় হুমকি হতে পারে, এমনটি সতর্ক করে দিয়ে তিনি বলেন, রাশিয়া ২০৩০ সালের মধ্যে নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত হতে পারে, যার ফলে ন্যাটো সদস্যদের উপর হামলা চালানোর ক্ষমতা লাভ করবে। তিনি আরও যোগ করেন, পুতিন সামরিক শক্তি বৃদ্ধি করে ন্যাটো ভূখণ্ডে তার আধিপত্য বিস্তার করতে পারেন।

পিস্টোরিওস বলেন, ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা শুরুর পর পুতিন রাশিয়াকে যুদ্ধ-অর্থনীতিতে পরিণত করেছেন, যার ফলে প্রতিমাসে রাশিয়া যেভাবে অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন করছে, তা ইউরোপীয় ইউনিয়নের সব দেশ এক বছরে উৎপাদন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow