এখনও ব্যাটিংয়ে নামেননি মুমিনুল, চতুর্থ দিনে দেখা যাবে তো?

সাধারণত তিন নম্বর কিংবা চার নম্বরে ব্যাট করতে দেখা যায় মুমিনুল হককে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সপ্তম ব্যাটার হিসেবে উইকেটে তাইজুল ইসলাম আসলেও ব্যাট করতে নামেননি মুমিনুল। কেন ব্যাটিংয়ে নামলেন না তিনি। চতুর্থ দিনে কী ব্যাট করতে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে- এ নিয়ে ক্রিকেট প্রেমীদের কৌতূহল আছে

Dec 3, 2024 - 10:21
 0  3
এখনও ব্যাটিংয়ে নামেননি মুমিনুল, চতুর্থ দিনে দেখা যাবে তো?

সাধারণত তিন নম্বর কিংবা চার নম্বরে ব্যাট করতে দেখা যায় মুমিনুল হককে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে সপ্তম ব্যাটার হিসেবে উইকেটে তাইজুল ইসলাম আসলেও ব্যাট করতে নামেননি মুমিনুল। কেন ব্যাটিংয়ে নামলেন না তিনি। চতুর্থ দিনে কী ব্যাট করতে দেখা যাবে অভিজ্ঞ এই ব্যাটারকে- এ নিয়ে ক্রিকেট প্রেমীদের কৌতূহল আছে

তৃতীয় দিনে মুমিনুল ব্যাট করতে না নামলেও সুবিধাজনক অবস্থানেই আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনশেষে ৫ উইকেট খরচায় স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ১৯৩। সব মিলিয়ে বাংলাদেশের লিড ২১১ রানের। উইকেটে আছেন জাকের আলী ও তাইজুল। এই অবস্থায় মুমিনুল ব্যাটিং করতে নামলে এই টেস্টে সেটি হতে পারে আরও ইতিবাচক।

তবে তার আগে দেখে নেওয়া যাক কেন ব্যাট করতে নামেননি মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের সময়ও ফিল্ডিংয়ে দেখা যায়নি মুমিনুলকে। তবে দ্বিতীয় ইনিংসে প্যাড পরেই ড্রেসিংরুমে অপেক্ষা করতে দেখা গেছে মুমিনুলকে। যা বার্তা দেয় চতুর্থদিনে মুমিনুলের ব্যাট করতে নামার।

ক্রিকইনফোর ম্যাচ বিবরণীতে জানা গেছে, অসুস্থ হয়ে পড়েছেন মুমিনুল। যে কারণে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। প্যাড আপ করে থাকায় লিটন দাস আউট হওয়ার পর অধিনায়ক মিরাজ তার পরিস্থিতি জানতে চান। তবে টিভি রিপ্লেতে তাকে দেখে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত নন মনে হয়। তবে এখন একদিন পুরো বিশ্রাম পাওয়ায় আশা করা হচ্ছে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow