ভারতের প্রখ্যাত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম ওয়াকফ দেওবন্দের মুহতামিম, আল্লামা সুফিয়ান কাসেমী পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন।
বুধবার দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি দেশের বিভিন্ন ইসলামি মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
আল্লামা সুফিয়ান কাসেমী দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসেম নানুতুবী (রহ.)-এর বংশধর এবং কারী তৈয়ব (রহ.)-এর নাতি। তিনি আল্লামা সালেম কাসেমীর ছেলে। দীর্ঘদিন পর কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফরে আসছেন।
সফরের সূচি অনুযায়ী, তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাভারের জিয়াউল উলুম মাদ্রাসায় যাবেন। সেখানে মাগরিবের পর বয়ান দেবেন এবং রাতে মোহাম্মদপুরের জামিয়াতুল আবরার রহমানীয়া মাদ্রাসায় অবস্থান করবেন।
বৃহস্পতিবার দুপুরে মিরপুরে বাংলাদেশ মাদরাসা অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় নতুনবাজার জামেয়া সাইদিয়া কারিমীয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সীরাতুন্নবী মহাসম্মেলনে অংশগ্রহণ করবেন।
শুক্রবার তিনি সেগুনবাগিচা নূর মসজিদে জুমার বয়ান এবং রাতে ফেনীর জামেয়া এমদাদিয়ার ইসলামী মহাসম্মেলনে বক্তব্য দেবেন।
শনিবার তিনি বাগেরহাটের কাটাখালীমোড় মাদ্রাসায়ে সালিম কাসেমীর উদ্বোধন করবেন এবং পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দস্তারবন্দি মাহফিলে বয়ান দেবেন।
রবিবার সকালে খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় বক্তব্য শেষে দুপুরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এই সফরে তিনি ইসলামি শিক্ষা, কওমি মাদ্রাসার ভূমিকা, রাসূলের আদর্শ, আখেরাত এবং আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করবেন।
আল্লামা সুফিয়ান কাসেমী ১৯৫৪ সালের ২৬ সেপ্টেম্বর নানৌতার সিদ্দিকী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি দারুল উলুম দেওবন্দ থেকে দরসে নিজামি সম্পন্ন করেন এবং আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
১৯৮৩ সালে তিনি দারুল উলুম ওয়াকফ দেওবন্দে শিক্ষকতা শুরু করেন এবং ২০১৪ সালে রেক্টর হিসেবে নিযুক্ত হন। এছাড়াও তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।