নিজের বাসায় চুরির ঘটনায় থানায় জিডি করেছেন ওমর সানী
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে তার বাড়ি থেকে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় তিনি ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ওমর সানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে তার বাড়ি থেকে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় তিনি ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিনেতা ওমর সানী জানান, সোমবার সকালে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। প্রায় ৪০ মিনিট পরে বাসায় ফিরে দেখেন, তার দুটি মোবাইল ফোন, সহকারীর একটি ফোন এবং ড্রয়ারে রাখা ২২ হাজার টাকা চুরি হয়ে গেছে।
তিনি বলেন, "সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে মর্নিং ওয়ার্কে বের হই। হাঁটা শেষে ৯টা ২০ মিনিটে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রা এবং একটি অপ্পো ফোন নেই।"
তিনি আরও জানান, ড্রয়ারে রাখা ২২ হাজার টাকাও চুরি হয়েছে। তার ব্যক্তিগত সহকারী আরিফ জানান, তার ব্যবহৃত ইনফিনিক্স ব্র্যান্ডের মোবাইল ফোনটিও চুরি হয়েছে।
ওমর সানীর ধারণা, "আমি হাঁটতে বের হওয়ার পর চোর সুযোগ বুঝে বাসায় ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে।"
তিনি জানান, চুরি যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ প্রয়োজনীয় সব তথ্য পুলিশকে সরবরাহ করা হয়েছে। ওমর সানী আশা করছেন, এসব তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত চোরদের শনাক্ত করতে সক্ষম হবে।
What's Your Reaction?