হত্যা মামলায় গ্রেফতার কুড়িগ্রাম আ.লীগ সভাপতির ছেলে

কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর ছোট ছেলে জাহিদুল ইসলাম সবুজকে র‍্যাব-১৩ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব-১৩-এর মিডিয়া সেল জানিয়েছে।

Dec 4, 2024 - 04:23
 0  2
হত্যা মামলায় গ্রেফতার কুড়িগ্রাম আ.লীগ সভাপতির ছেলে

কুড়িগ্রাম-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলীর ছোট ছেলে জাহিদুল ইসলাম সবুজকে র‍্যাব-১৩ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব-১৩-এর মিডিয়া সেল জানিয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সবুজ খাদ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন। তিনি আগে কুড়িগ্রাম খাদ্য বিভাগে যুক্ত থাকলেও পরবর্তীতে দিনাজপুর খাদ্য বিভাগে বদলি হন। কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সংঘর্ষে আহত শিক্ষার্থী আশিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

ওসি নাজমুল আলম বলেন, "কুড়িগ্রাম সদর থানায় দায়ের হওয়া হত্যাকাণ্ডের মামলায় সবুজ এজাহারভুক্ত আসামি। রংপুর র‍্যাব-১৩ তাকে গ্রেফতার করেছে। তাকে আনতে পুলিশ পাঠানো হয়েছে এবং বুধবার আদালতে সোপর্দ করা হবে।"

উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow