মধ্যরাতে বিএনপি নেতার বাড়িতে হামলা, এলোপাতাড়ি গুলি চালানো হয়
নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
সোমবার রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি ও সাতটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।
ভুক্তভোগী আব্দুর রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জয়ন্তিপুর এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে। তিনি জানান, রাতে দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। তবে ওই সময় পরিবারের সবাই ঘুমিয়ে থাকায়, গুলিবর্ষণকারী ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী জয়ন্তিপুর বাজারের নাইট গার্ড রুব্বাস আলী বলেন, মোটরসাইকেলযোগে ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুটি তাজা গুলি এবং সাতটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল হক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
What's Your Reaction?