রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যা মামলায় ১ জন গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন খুনের ঘটনার তিনদিন পর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ ভাই বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি করেন।

Dec 4, 2024 - 10:15
 0  1
রাঙ্গুনিয়ায় প্রবাসী মামুন হত্যা মামলায় ১ জন গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী সেকান্দর চৌধুরী মামুন খুনের ঘটনার তিনদিন পর থানায় হত্যা মামলা হয়েছে। নিহতের ভাই শাহাদাত হাছান মুরাদ ভাই বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি করেন।

মামলায় এজাহারনামীয় ২১ জন ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। মামলার পর এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তার নাম মো. ওসমান গনি (২৮)। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম সরফভাটা গ্রামের মেহেরিয়া পাড়া এলাকার মো. হাবিব উল্লাহর ছেলে। 

বুধবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গত ৩০ নভেম্বর উপজেলার সরফভাটা ইউনিয়নের সিএনজি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই ঘটনার সমাধান করতে গত ১ ডিসেম্বর রাতে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক বসে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন বাকবিতণ্ডায় লিপ্ত হয়। পরে দুই গ্রুপের মাঝে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে এক পক্ষের হামলায় মামুন মারা যান।

জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, ‘মামুন হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

জানা গেছে, প্রবাসী মামুন এক মাস আগে দেশে এসেছেন। তিনি সৌদি আরবের রিয়াদ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow