সিলেট সীমান্তে ভারতীয় অংশে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ব্যাক্তির মরদেহের সন্ধান পায় তার পরিবার।

Dec 5, 2024 - 03:51
 0  2
সিলেট সীমান্তে ভারতীয় অংশে বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে ভারত অংশ থেকে এক বাংলাদেশীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ওই ব্যাক্তির মরদেহের সন্ধান পায় তার পরিবার।

নিহত ব্যক্তির নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিনা।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার কাঠ সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন আশরাফ উদ্দিন। এরপর আর ফেরেননি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও ওই রাতের মধ্যে তার সন্ধান পাওয়া যায়নি।

পরে তার পরিবার খোঁজ করতে থাকলে একপর্যায়ে সীমানা পিলার ১২শ’ ৫১ এর ২শ’ ফুট ভেতরে (ভারতীয় অংশে) তার মরদেহের সন্ধান পায়। ধারণা করা হচ্ছে, গুলিতে মারা গেছেন আশরাফ উদ্দিন। তবে কার গুলিতে মারা গেছেন, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে মরদেহ ফেরত আনতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিজিবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow