নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরের সিংড়া ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) এ দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। সিংড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

Dec 7, 2024 - 03:42
 0  15
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

নাটোরের সিংড়া ও সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) এ দুর্ঘটনা দুটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

সিংড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের বালুভড়া এলাকায় বিকেল ৪টার দিকে বাসের ধাক্কায় মো. আরশেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হন। সিংড়া থানার পরিদর্শক মো. আসমাউল হক জানান, রোদেলা পরিবহনের একটি বাস সিংড়াগামী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালক আরশেদ আলী চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত আরশেদ আলী সিংড়ার নিংগুইন এলাকার প্রয়াত আব্বাস আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় আহত আরও তিনজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ভ্যান ও বাসটি থানায় জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নাটোর সদরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় আখবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. হানিফ আলী (২৯) নামে এক যুবক নিহত হন। নিহত হানিফ নাটোর সদরের ঠাঁকুর লক্ষ্মীপুর এলাকার আব্দুল বারেকের ছেলে।

সদর থানার পরিদর্শক মো. মাহাবুবুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হানিফকে স্থানীয়রা উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তথ্যসূত্র: দেশ টিভি অনলাইন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow