সোনাসহ অভিনেত্রী আটক, জানা গেলো নতুন তথ্য
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা। আটককৃতরা হলেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) এবং মোহাম্মদ রায়হান ইকবাল (৩০)।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন) ও গোয়েন্দা সংস্থা। আটককৃতরা হলেন নাট্যাভিনেত্রী অনামিকা জুথি (৩৪) এবং মোহাম্মদ রায়হান ইকবাল (৩০)।
৭ ডিসেম্বর শনিবার সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি১৪৮’ ফ্লাইট থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৭৩৩ গ্রাম সোনা জব্দ করা হয়েছে, যার মধ্যে ২৪ ক্যারেটের চুড়ি, চেইন ও হোয়াইট গোল্ডের চেইনসদৃশ ৫৪৩ গ্রাম সোনা এবং ২২ ক্যারেটের ১৯০ গ্রাম সোনা রয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানিয়েছেন, অনামিকা জুথি তার দুই হাতে চুড়িগুলো স্কচ টেপ দিয়ে আটকিয়ে এবং চেইনগুলো গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন। এছাড়া, স্বর্ণালংকারগুলো তারা নিজেদের হাতব্যাগে বহন করছিলেন।
অনামিকা জুথি একসময় ছোট পর্দায় নিয়মিত অভিনয় করতেন, তবে এখন তিনি বিনোদন অঙ্গন থেকে দূরে রয়েছেন। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতে নিজের সেকেন্ড হোম গড়েছেন বলে জানা গেছে। তবে আটক হওয়ার ঘটনার বিষয়ে তিনি দাবি করেন, এটি একটি ভুল বোঝাবুঝি। তিনি জানান, "আটক হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। কিছু সোনা আমার কাছে ছিল, যার জন্য ট্যাক্স দিতে হয়েছে। প্রয়োজনীয় পেপারে সাইন হয়ে গেলে বাসায় ফিরব।" তিনি আরও বলেন, "যেভাবে নিউজ হয়েছে, তাতে আমি বিব্রত। পরিচিতরা ফোন করছেন এবং আমি জানি না কীভাবে এত বড় ভুল তথ্য ছড়িয়ে পড়েছে।"
বিমানবন্দর সূত্রে জানা গেছে, এই দুই যাত্রী বিমানে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরবর্তীতে তাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়। বাজুসের তথ্যমতে, জব্দ করা সোনালংকারের মূল্য প্রায় ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।
What's Your Reaction?