মাহফিলের দাওয়াত দিতে গিয়ে ফেরা হলো না ২ বন্ধুর

ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া ট্রাকচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার বিকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে তারাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Dec 8, 2024 - 04:19
 0  2
মাহফিলের দাওয়াত দিতে গিয়ে ফেরা হলো না ২ বন্ধুর

ফরিদপুরের ভাঙ্গায় বেপরোয়া ট্রাকচাপায় দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার বিকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে তারাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বন্ধু হলেন চুমুরদী ইউনিয়নের রায়পাড়া সদরদী গ্রামের ঝন্টু খালাসির ছেলে ইমন খালাসী (২২) এবং একই গ্রামের কামরুল খানের ছেলে রমজান খান তৌকির (২০)। স্থানীয় মেম্বার জালাল উদ্দিন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, তৌকির ভাঙ্গা সরকারি কেএম কলেজের এইচএসসি ছাত্র ছিলেন এবং ইমন একটি গ্রিলের দোকানে কাজ করতেন। তাদের অপর বন্ধু আবুল কাশেমসহ তিন বন্ধু রায়পাড়া স্কুল মাঠে যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। ওয়াজ মাহফিলে এলাকার লোকজনকে দাওয়াত দিতে শনিবার বিকালে তারা একটি মোটরসাইকেলে সূর্যনগর রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে শিবচর থেকে ভাঙ্গাগামী একটি ড্রামট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ইমন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় আবুল কাশেম ও তৌকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তৌকিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাত ১১টার দিকে তৌকিরও মারা যান। আবুল কাশেম বর্তমানে শঙ্কামুক্ত।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ড্রামট্রাকের বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow