শেষ ৪২ বলে ২৩ রান, হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?
১৩ ওভারে ১ উইকেট খরচায় ১০০ রান তুলে বাংলাদেশের স্কোরবোর্ডে। আগের দুই টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ নারী দল দারুণ কিছু করার স্বপ্ন দেখছিল। কিন্তু এরপরপরই থেমে গেল তাদের ছন্দ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ১২৩ রানে। এখন এই পুঁজি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানো সম্ভব হবে কি না, সেটাই দেখার বিষয়।
১৩ ওভারে ১ উইকেট খরচায় ১০০ রান তুলে বাংলাদেশের স্কোরবোর্ডে। আগের দুই টি-টোয়েন্টিতে হারার পর বাংলাদেশ নারী দল দারুণ কিছু করার স্বপ্ন দেখছিল। কিন্তু এরপরপরই থেমে গেল তাদের ছন্দ। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থেমেছে ১২৩ রানে। এখন এই পুঁজি নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানো সম্ভব হবে কি না, সেটাই দেখার বিষয়।
সিরিজ আগেই হারার পর বাংলাদেশ টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে। দুই ওপেনার মুর্শিদা ও সোবহানা মোস্তারি বাংলাদেশের শুরুটা দারুণ করেন। মুর্শিদা ১২ বলে ১২ রান করে সাজঘরে ফিরলেও উইকেটে ছিলেন সোবহানা। তাকে দারুণ সঙ্গ দেন শারমিন আক্তার।
এই দুই ব্যাটারের পারফরম্যান্সে দলীয় রান শতকের ঘর পেরিয়ে যায়। দলীয় ১০৪ রানে শারমিন ৩৩ বলে ৩৪ রান করে সাজঘরে ফিরলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে।
শারমিনের ফিরে যাওয়ার পরও বাংলাদেশ কিছুটা শক্ত ভিত গড়েছিল। তবে বাকি ব্যাটাররা কেউই সেই সংগ্রহটাকে বড় পুঁজিতে রূপ দিতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৩ রানে থেমে যায় বাংলাদেশ।
মোস্তারি ৪৩ বলে ৪৫ রান করে ফিরলে বাকিরা আসা-যাওয়ার মিছিলে যুক্ত হন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১২৩ রান নিয়ে।
What's Your Reaction?