পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

এল বোম্বান্বেরা স্টেডিয়ামে বছর শেষের ম্যাচে জয় দিয়ে নিজেদের শেষ করেছেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে কনমেবল অঞ্চলে শীর্ষ স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসির অসিস্টে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

Nov 20, 2024 - 05:18
 0  3
পেরুকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

আর্জেন্টিনার জয় দিয়ে বছর শেষ, পেরুকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে এল এলবোম্বান্বেরা স্টেডিয়ামে

এল বোম্বান্বেরা স্টেডিয়ামে বছর শেষের ম্যাচে জয় দিয়ে নিজেদের শেষ করেছেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ১-০ গোলে হারিয়ে কনমেবল অঞ্চলে শীর্ষ স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মেসির অসিস্টে একমাত্র জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

ম্যাচের শুরুতে ভালো করতে পারেনি আর্জেন্টিনা। একাধিক ইনজুরি সমস্যা নিয়েই মাঠে নামে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মাঝমাঠ এবং আক্রমণভাগে শক্তি বাড়ালেও তা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছিলেন স্কালোনি শিষ্যরা। ম্যাচের ২২ মিনিটে আতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেজের শট বার থেকে ফিরে আসে। পুরো প্রথমার্ধে আক্রমণে থাকলেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে, ৭৬ শতাংশ সময় বল পায়ে রেখে আর্জেন্টিনা গোলমুখে একটিই শট নিতে পারে। যদিও তারা ছয়টি শট নিয়েছিল, কিন্তু সবগুলোই ছিল অফ-টার্গেট।

দ্বিতীয়ার্ধে এসে আর্জেন্টিনার আক্রমণ সফল হয়। ডি-বক্সের মধ্যে বল পেয়ে দুর্দান্ত এক চিপ দেন লিওনেল মেসি। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক গোল। ৫৫ মিনিটের ওই গোলেই আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় এবং বছর শেষের এই ম্যাচে জয় পায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow