টালিউড অভিনেত্রী পায়েল সরকার বর্তমানে একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এবং রাজনীতি থেকে কিছুটা দূরে রয়েছেন। সম্প্রতি তিনি শাকিব খানের ‘দরদ’ সিনেমায় দেখা দিয়েছেন। তবে প্রেম, বিয়ে নিয়ে খবরের শিরোনামে থাকার জন্য অভিনেত্রী পায়েল সরকার কখনোই পরিচিত নন। তার জীবনে প্রেম বা সম্পর্ক নিয়ে কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেননি।
যদিও তার সমসাময়িক অনেকেই বিয়ে করে সংসার জীবনে মনোনিবেশ করেছেন, পায়েল এখনো বিয়ে করেননি। তিনি নিজেকে এখনও সিঙ্গেল বলে দাবি করেছেন। সম্প্রতি দাদাগিরিতে এসে পায়েল সম্পর্কের বিষয়ে আরও একবার কথা বলেছেন এবং জানান কেন তার জীবনে এখনো প্রেমিকের জায়গা হয়নি।
পায়েল জানান, তিনি কোনো সম্পর্ক শুরু করতে পারেননি কারণ তার বাবা-মায়ের সম্মতির প্রয়োজন ছিল। বিয়ের ক্ষেত্রে শুধুমাত্র নিজের সিদ্ধান্ত নয়, পুরো পরিবারের সম্মতি নেওয়া গুরুত্বপূর্ণ, যা মেয়েদের ক্ষেত্রে অনেক সময় পরিবার মেনে নিতে পারে না, যদিও তাদের উদ্দেশ্য ভালো থাকে।
পায়েল বলেন, বাবা-মায়ের পছন্দমতো একজনকে খুঁজতে গিয়ে তিনি সিঙ্গেল থাকতে বাধ্য হয়েছেন। সৌরভ তাকে থামিয়ে জানতে চান, "তাহলে তুমি সিঙ্গেল বাবা-মায়ের জন্য?" পায়েল সেজন্য সম্মতি দিয়ে বলেন, "যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, তেমনি বাবা-মায়ের পছন্দমতো ছেলে খুঁজে পাওয়া আরো বেশি কঠিন।" তিনি বলেন, "আমার কথা তো ছেড়ে দাও, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে পাচ্ছি না।"
এ বিষয়ে সৌরভ কিছুটা ভিন্ন মত প্রকাশ করেন এবং বলেন, "যদি আমার মেয়ে সানা একদিন এসে বলে যে সে প্রেম করছে, আমি তাতে কোনো সমস্যা দেখি না। বরং জানার প্রয়োজন অনুযায়ী জানতে চাইব এবং তারপর তাকে ছেড়ে দেব।"
পায়েল সৌরভের উত্তরকে সম্মতি দিয়ে বলেন, "এ ক্ষেত্রে সানা অনেক ভাগ্যবতী। কিন্তু আমি কখনোই পরিবারের কাছ থেকে প্রেমের বিষয়ে এমন সমর্থন পাইনি, যার জন্য কিছুটা আক্ষেপও রয়েছে।"