প্রেমিকার মা-বাবার সঙ্গে সালমান খান
বলিউডে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত সালমান খান। বয়স ৫৮ বছর পেরিয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও, কাউকেই বিয়ে করতে পারেননি। তার প্রেমিকা তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফ।
বলিউডে ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ হিসেবে পরিচিত সালমান খান। বয়স ৫৮ বছর পেরিয়ে গেলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও, কাউকেই বিয়ে করতে পারেননি। তার প্রেমিকা তালিকায় ছিলেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই এবং ক্যাটরিনা কাইফ।
বর্তমানে সালমানের সঙ্গে রয়েছেন রোমানিয়ান অভিনেত্রী লুলিয়া ভান্তোর। গত কয়েক বছর ধরেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে, তবে দুজনেই এ বিষয়ে কখনো কিছু স্বীকার বা অস্বীকার করেননি। এ কারণেই লুলিয়ার নাম বর্তমানে সালমানের প্রেমিকা হিসেবে চাউর হয়ে আছে।
গত শনিবার দুবাইয়ে লুলিয়ার বাবার জন্মদিন উপলক্ষে সালমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লুলিয়া লিখেছেন, "আমার দুই হিরো।" এ পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সালমানের প্রেমিকা হিসেবে লুলিয়ার নাম সিলমোহর হয়ে যায়।
সালমানের পারিবারিক অনুষ্ঠানে প্রায়ই লুলিয়াকে দেখা যায়, যা তাদের সম্পর্কের বিষয়ে আরও জোরালো সন্দেহ তৈরি করেছে।
এদিকে, সালমান ভক্তরা প্রশ্ন তুলেছেন, "কবে তারা এই সম্পর্ককে পরিণতি দেবেন? এবার অন্তত বিয়ে করা উচিত!"
বর্তমানে সালমান দুবাইয়ে অবস্থান করছেন। প্রেমিকাকে সময় দেওয়ার জন্য তিনি বিগ বস ১৮-এর উইকেন্ড কা ওয়ার-এ চলতি সপ্তাহে ছুটি নিয়েছেন। তার পরিবর্তে অনুষ্ঠানটি সামলাচ্ছেন ফারহা খান।
What's Your Reaction?