নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে: খন্দকার মোশাররফ হোসেন

নির্বাচন যত বিলম্বে হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। অতিদ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। কারণ, পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে বসে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে।

Dec 10, 2024 - 10:12
 0  0
নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে: খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লা নগরের ঢুলিপাড়া এলাকায় একটি মিলনায়তনে আয়োজিত কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

নির্বাচন যত বিলম্বে হবে, বাংলাদেশ নিয়ে ততই ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না। একটি মহল চেষ্টা করছে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে। অতিদ্রুত সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। কারণ, পতিত সরকারের দোসররা দেশে এবং ভারতে বসে দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরের ঢুলিপাড়া এলাকায় ফান টাউন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। এই কর্মশালায় বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।

অন্তর্বর্তী সরকারকে দিয়ে দেশের সব ক্ষেত্রে সংস্কার সম্ভব নয় উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কারের জন্য একটি দলীয় সরকার প্রয়োজন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি দলীয় সরকার গঠন সারা বাংলাদেশের মানুষের দাবি।

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমরা এই সরকারকে সমর্থন জানিয়েছি। এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ফসল হিসেবে। এই সরকার তাঁদের কিছু কাজ সম্পন্ন করে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে, যে পরিবেশে মানুষ তাঁদের অধিকার প্রয়োগ করবে। অধিকারের মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। সে জন্য আপনারা দেখেছেন যে যখন আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি, তখন থেকেই তারেক রহমান এবং আমরা যেখানেই বক্তব্য রাখছি, আমরা কিন্তু এই কথাটা পরিষ্কার করছি, অতিদ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।’

খন্দকার মোশারররফ হোসেন আরও বলেন, ‘আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। এই সরকারকে আমাদের মতো বৃহৎ একটি রাজনৈতিক দল সমর্থন করেছে, তারা ব্যর্থ হলে কিন্তু আমরাও ব্যর্থ হব। দেশের জনগণ ব্যর্থ হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের জনতার যে গণ–অভ্যুত্থান, সেই গণ–অভ্যুত্থান ব্যর্থ হবে।’

কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়া। এটি পরিচালনা করছেন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। কর্মশালায় বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত আছেন।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন, সহপ্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার, সহ–ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow