অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের ভারতীয় আগ্রাসন বন্ধে প্রতিবাদ মিছিল

সীমান্তে হত্যা, ভারতীয় আগ্রাসন বন্ধ এবং ভারতের সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।

Dec 11, 2024 - 07:05
 0  2
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের  ভারতীয় আগ্রাসন বন্ধে প্রতিবাদ মিছিল

সীমান্তে হত্যা, ভারতীয় আগ্রাসন বন্ধ এবং ভারতের সাথে সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজারবাগ থেকে মিছিলটি বের করেন তারা। এসময় কাকরাইল, সেগুনবাগিচা হয়ে প্রেসক্লাবে গিয়ে মিছিলটি শেষ হয়।

মিছিলে সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, ভারতের যেকোনো বিদ্বেষ রুখে দিতে ড. ইউনূস সরকারের পাশে থাকবেন তারা। এসময় গেলো ১৫ বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে হওয়া সকল চুক্তি বাতিল করারও দাবি তোলেন তারা।

ভারত বাংলাদেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রোপাগাণ্ডা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে তারা বলেন, ভারতকেও উচিত জবাব দেয়ার সময় এখন। ভারতের উসকানি এবং প্রোপাগাণ্ডার বিরুদ্ধে কর্মসূচী অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন অবসরপ্রাপ্ত এসব পুলিশ কর্মকর্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow