শাহিন আফ্রিদি ভাগ বসালেন সাকিব-মালিঙ্গাদের রেকর্ডে

সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১১ রানে ম্যাচটা পাকিস্তান হেরেছে। তবে পেসার শাহিন আফ্রিদি নিজের শেষ ওভার পর্যন্ত পাকিস্তানকে রেখেছিলেন কক্ষপথেই। শুরুতেই ভ্যানডার ডুসেনকে বোল্ড করেছেন তিনি। নিজের পরের স্পেলে থামিয়েছেন ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারকে। কোটার শেষ ওভারে এনকাবায়োমজি পিটারের উইকেটও। তখনো দক্ষিণ আফ্রিকার রান ১৪১। উইকেট নেই ৮টি। 

Dec 11, 2024 - 07:03
 0  6
শাহিন আফ্রিদি ভাগ বসালেন  সাকিব-মালিঙ্গাদের রেকর্ডে

সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে ১১ রানে ম্যাচটা পাকিস্তান হেরেছে। তবে পেসার শাহিন আফ্রিদি নিজের শেষ ওভার পর্যন্ত পাকিস্তানকে রেখেছিলেন কক্ষপথেই। শুরুতেই ভ্যানডার ডুসেনকে বোল্ড করেছেন তিনি। নিজের পরের স্পেলে থামিয়েছেন ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলা ডেভিড মিলারকে। কোটার শেষ ওভারে এনকাবায়োমজি পিটারের উইকেটও। তখনো দক্ষিণ আফ্রিকার রান ১৪১। উইকেট নেই ৮টি। 

৩ উইকেট শিকার করে পূরণ করেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের শততম উইকেট। শাদাব খান ও হারিস রউফের পর মাত্র তৃতীয় পাকিস্তানি পেসার হিসেবে এ কীর্তি শাহিন শাহ আফ্রিদির। তবে একটা দিক থেকে স্বদেশি বাকি দুজন থেকে ঢের এগিয়ে আছেন এ পেসার। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের ম্যাচের পর প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটেই ১০০ উইকেটের কোটা পূরণ করেছেন শাহিন আফ্রিদি। 

পুরো ক্রিকেট দুনিয়াতেই এমন নজির আছে কেবল তিনজনের। বাংলাদেশের সাকিব আল হাসান, নিউজিল্যান্ডের টিম সাউদি ও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা করে দেখিয়েছিলেন এমন কিছু। গতকাল টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূরণ করা শাহিনের ওয়ানডেতে উইকেট আছে ১১২। আর টেস্টে তার উইকেট ১১৬টি। 

অবশ্য শাহিনের এমন রেকর্ডের মাহাত্ম্য লুকিয়ে আছে আরেক জায়গায়। সাকিব, সাউদি কিংবা মালিঙ্গার চেয়ে কম বয়সে এই ক্লাবে নাম লিখিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের দিন তার বয়স ছিল ২৪ বছর ২৪৯ দিন। তার চেয়ে কম বয়সে আর কেউই এই কীর্তিতে নাম লেখাতে পারেননি। 

তবে রেকর্ডের দিনে সতীর্থদের ভুলে হার দেখতে হয়েছে শাহিন আফ্রিদিকে। জর্জ লিন্ডের ঝড়ো গতির ৪৮ রান এবং পরে ৩ উইকেট শিকারের দিনে পাকিস্তান হেরেছে ১১ রানে। তিন ম্যাচের সিরিজে পরের ম্যাচ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে। আগামী শুক্রবার মাঠে গড়াবে সেই ম্যাচ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow