প্রেমিককে দূরে সরিয়ে, এবার তার কাছেই কী বায়না ধরলেন শ্রদ্ধা?
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। কিন্তু প্রেমিককে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়েছেন অভিনেত্রী। এবার তার কাছেই কীসের বায়না ধরলেন তিনি। প্রেমিকের কাছে কোন আবদার করে বসলেন শ্রদ্ধা?
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির বিচ্ছেদ নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। কিন্তু প্রেমিককে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়েছেন অভিনেত্রী। এবার তার কাছেই কীসের বায়না ধরলেন তিনি। প্রেমিকের কাছে কোন আবদার করে বসলেন শ্রদ্ধা?
এর আগে গত বছর থেকেই বারবার রাহুলের সঙ্গে দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। কখনো নৈশভোজে, আবার কখনো রাহুলের বাড়ি থেকে ছবি দিতে দেখা গেছে অভিনেত্রীকে। এমনকি একসঙ্গে ছুটি কাটাতেও গেছেন দুজনে। অনন্ত আম্বানির প্রাকবিবাহ অনুষ্ঠানেও একসঙ্গে দেখা গিয়েছিল এ যুগলকে। এ বিষয়টিও সমালোচনা ঘনীভূত করেছে।
জানা গেছে, সম্প্রতি বলি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে প্রেমিক রাহুল মোদিকে আর অনুসরণ করছেন না। বিষয়টি নেটিজেনদের চোখ পড়তেই জল্পনার সূত্রপাত। শুধু তাই নয়, রাহুলের বোন ও তার প্রযোজনা সংস্থা এবং তাদের পোষ্য কুকুরকেও ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন শ্রদ্ধা। এখান থেকেই শ্রদ্ধা ও রাহুলের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। কিন্তু এবার যেন নিজে থেকেই আভাস দিলেন অভিনেত্রী। তবে কি রাহুলের সঙ্গে তার বিচ্ছেদের খবর ‘স্ত্রী ২’-এর প্রচারের অংশ!
গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে মুম্বাইয়ের বিখ্যাত খাবার বড়া পাওয়ের ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে, বেশ রাতে গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন শ্রদ্ধা, হাতে ধরা বড়া পাও। এই পোস্টের সঙ্গে নেপথ্যে আশা ভোঁসলের গাওয়া গান ‘তু তুহে ওয়াহি’ জুড়ে দেন অভিনেত্রী। আর তাতেই চর্চিত প্রেমিক রাহুল মোদিকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী। খানিক আবদারের সুরেই শ্রদ্ধা লিখেছেন—বড়া পাওয়ের জন্য আমি তোমাকে যে কোনো সময় ধমক দিতে পারি।
What's Your Reaction?