‘ভাগম ভাগ টু’ নিয়ে বরাবরের মতোই আসছেন পরেশ গোবিন্দ আর অক্ষয়
আসছে জনপ্রিয় কমেডি সিনেমা ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েল, ‘ভাগম ভাগ টু’। এই সিনেমাটি নিয়ে বলিউডে বেশ আলোচনা চলছে। পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা গেছে, ‘ভাগম ভাগ’-এর স্বত্ব কিনে নিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। শুধু স্বত্ব কেনাই নয়, ইতোমধ্যে ‘ভাগম ভাগ টু’-এর কাজ শুরু করে দিয়েছেন তিনি।
আসছে জনপ্রিয় কমেডি সিনেমা ‘ভাগম ভাগ’-এর সিক্যুয়েল, ‘ভাগম ভাগ টু’। এই সিনেমাটি নিয়ে বলিউডে বেশ আলোচনা চলছে। পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানা গেছে, ‘ভাগম ভাগ’-এর স্বত্ব কিনে নিয়েছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। শুধু স্বত্ব কেনাই নয়, ইতোমধ্যে ‘ভাগম ভাগ টু’-এর কাজ শুরু করে দিয়েছেন তিনি।
বর্তমানে সিক্যুয়েলের যুগ চলছে, আর সেই ধারায় এবার যোগ হতে যাচ্ছে ‘ভাগম ভাগ টু’। সিক্যুয়েলটিতে আগের মতোই দেখা যাবে পরেশ রাওয়াল, গোবিন্দ ও অক্ষয় কুমারকে।
শুধু ‘ভাগম ভাগ’ নয়, অক্ষয় কুমার ‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির স্বত্বও কিনেছেন। ফলে বলিউডের এই জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আবারও পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ‘ভাগম ভাগ টু’-এর স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে, এবং একটি নতুন টিম এই কাজ করছে। সবার প্রচেষ্টা, নতুন গল্পেও আগের সিনেমাটির মজা ও এনার্জি ধরে রাখা।
অক্ষয় কুমার চান, সিক্যুয়েলেও পরেশ রাওয়াল ও গোবিন্দ থাকুন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়দর্শনের পরিচালিত ‘ভাগম ভাগ’ বক্স অফিসে দারুণ সফল হয়েছিল এবং দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।
What's Your Reaction?