যে কারণে পুলিশ কর্মকর্তার মাথা ফাটালেন তাহেরির অনুসারীরা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে একটি মাহফিলে ওয়াজ করতে না দেওয়ায় উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় বাবুল মিয়া নামে আখাউড়া থানার এক এসআইয়ের মাথা ফেটে যায় ও বাম হাতে মারাত্মক আঘাত পান।

Dec 14, 2024 - 06:35
 0  8
যে কারণে পুলিশ কর্মকর্তার মাথা ফাটালেন তাহেরির অনুসারীরা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরিকে একটি মাহফিলে ওয়াজ করতে না দেওয়ায় উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় বাবুল মিয়া নামে আখাউড়া থানার এক এসআইয়ের মাথা ফেটে যায় ও বাম হাতে মারাত্মক আঘাত পান।

শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ গ্রামের ইমামবাড়ি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে এ হামলার ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আখাউড়া থানায় কর্মরত আহত পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। 

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব হাসান জানান, আহত পুলিশ সদস্যের মাথায় ৩টি সেলাই করা হয়েছে। বাম হাতেও তিনি প্রচণ্ড আঘাত পেয়েছেন। তিনি বিকাল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে আসেন। তবে তিনি শঙ্কামুক্ত।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় আয়োজিত ওয়াজ মাহফিলে বিকালে ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি ওয়াজ করছিলেন। 

তার ওয়াজ শুনতে বিভিন্ন এলাকার হাজারও ভক্ত জড়ো হন ওই মাঠে। ওয়াজ চলাকালীন পুলিশ ওয়াজ বন্ধ করে তাহেরিকে আটকের চেষ্টা করে। 

এ সময় মাহফিলে আগত উত্তেজিত জনতা পুলিশের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া করলে পুলিশ সদস্যরা এক বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক পুলিশের মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হন।

আখাউড়া থানার উপপরিদর্শক আবির যুগান্তরকে জানান, ওয়াজ করছিলেন গিয়াস উদ্দিন তাহেরি। তিনি মাহফিলে উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় মাহফিল দ্রুত শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা চলে আসেন। এরই মধ্যে কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে উপপরিদর্শক (এসআই) বাবুল মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।

আহত এসআই বাবুল মিয়া জানান, শুক্রবার বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের নীলাখাদ এলাকায় একটি ওয়াজ মাহফিল চলছিল। ওই মাহফিলে ওয়াজ করছিলেন মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ পুলিশ সদস্যরা মাহফিলের মঞ্চ থেকে চলে আসেন। এরই মধ্যে তাদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

খবর পেয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ ছমির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। 

ওসি ছমির উদ্দিন জানান, মাহফিলের অনুমতি না থাকার কারণে মাহফিল সংক্ষিপ্ত করার কথা বলা হয় কর্তৃপক্ষকে। এ সময় মাওলানা তাহেরি পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। পরে পুলিশ সদস্যরা আসার পথে তাহেরির ভক্তদের ছোড়া ঢিলে পুলিশের এসআই বাবুল মাথায় আঘাতপ্রাপ্ত হন। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow