বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত যুবক

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বোরহান মুফতি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাকেল চালক রাব্বি মুফতি (২৫) আহত হন। 

Dec 14, 2024 - 06:39
 0  12
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত যুবক

মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বোরহান মুফতি (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাকেল চালক রাব্বি মুফতি (২৫) আহত হন। 

শুক্রবার রাতে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বোরহান উপজেলার পূর্ব দারাদিয়া গ্রামের শাহ আলম মুফতির ছেলে। আহত রাব্বিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের কাঠালিয়া ব্রিজের কাছে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল আারোহী বোরহান ও চালক রাব্বিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক বোরহানকে মৃত ঘোষণা করেন এবং রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow