লজ্জার রেকর্ডে শীর্ষে পাকিস্তান, বাংলাদেশের স্থান কত?

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ হারার তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। এই তালিকায় তাদের সঙ্গে রয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশ রুয়ান্ডা।

Dec 17, 2024 - 04:54
 0  2
লজ্জার রেকর্ডে শীর্ষে পাকিস্তান, বাংলাদেশের স্থান কত?

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ হারার তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। এই তালিকায় তাদের সঙ্গে রয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশ রুয়ান্ডা।

এ বছর পাকিস্তান ও রুয়ান্ডা উভয় দলই ১৬টি করে ম্যাচ হেরেছে। তবে পাকিস্তান খেলেছে ২৭টি ম্যাচ, যেখানে রুয়ান্ডা খেলেছে ২৪টি ম্যাচ। পাকিস্তান ৯টি ম্যাচ জিতেছে, একটি ম্যাচ টাই করেছে এবং আরেকটি ম্যাচের ফলাফল হয়নি। অপরদিকে, রুয়ান্ডা তাদের ২৪ ম্যাচে ৮টি ম্যাচ জিতেছে।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে জিম্বাবুয়ে ২৪ ম্যাচে ১৪টি হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ ১০টি ম্যাচ জিতেছে, তবে ১২টি ম্যাচ হেরে তৃতীয় স্থানে রয়েছে। যদিও বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজ চলমান, ফলে তাদের হারের সংখ্যা বাড়তে পারে।

দক্ষিণ আফ্রিকা ২৩ ম্যাচে ১১টি হার নিয়ে চতুর্থ স্থানে এবং ওয়েস্ট ইন্ডিজ ২৫ ম্যাচে ১০ হার ও ১৪ জয় নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে। আফগানিস্তান ২১ ম্যাচে ৯ হার ও ১১ জয়সহ একটি টাই ম্যাচ খেলে তালিকায় ছয়ে রয়েছে। একই অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড, যারা ১৯ ম্যাচে ৯টি হারিয়েছে এবং একটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি।

অস্ট্রেলিয়া ও ভারত তুলনামূলক সফল বছর কাটিয়েছে। অস্ট্রেলিয়া ২১ ম্যাচে মাত্র ৪টি হারিয়েছে, বাকি ১৭টি ম্যাচে জিতেছে। ভারত ২৬ ম্যাচে ২২টি জয় ও ২টি হার নিয়ে সফলভাবে বছর শেষ করছে।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ও ওমান পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ইন্দোনেশিয়া ২৭ ম্যাচে ১২টি জয় ও ১৫টি হার নিয়েছে। ওমানও ২৭ ম্যাচে ১২টি জয় ও ১৪টি হার নিয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে।

নেপাল ২৫ ম্যাচে ১১টি জয় ও ১২টি হার নিয়ে পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। এছাড়া নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্রও পাকিস্তানের চেয়ে উন্নত অবস্থানে রয়েছে। নাইজেরিয়া ২২ ম্যাচে ১২টি জয় ও ১০টি হার, আর যুক্তরাষ্ট্র ২৪ ম্যাচে ১১টি জয় ও ১০টি হার নিয়ে বছর শেষ করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow