যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে স্কুলে বন্দুক হামলায় ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। ১৭ ডিসেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Dec 17, 2024 - 05:03
 0  0
যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে স্কুলে বন্দুক হামলায় ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসন শহরের একটি খ্রিস্টান স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যেখানে হামলাকারীসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। ১৭ ডিসেম্বর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৬ ডিসেম্বর) ম্যাডিসনের অ্যাবানড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এতে বেশ কয়েকজন হতাহত হন, নিহতদের মধ্যে একটি শিশু রয়েছে। 

ম্যাডিসন পুলিশ প্রধান শোন বার্নস বলেছেন, নিহতদের মধ্যে বন্দুকধারীও থাকতে পারে। হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং স্কুলের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়।

পুলিশ প্রধান জানান, হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে ১৫ বছর বয়সী এক ছাত্রিকে। কর্তৃপক্ষ জানায়, হামলাকারী স্কুলে উপস্থিত ছিল এবং ঘটনাস্থলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow