পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গ আবারও সরে যাচ্ছে

বেশ কয়েক মাস একই স্থানে স্থিত থাকার পর আবারও সরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈলটি। বর্তমানে, আইসবার্গটি দক্ষিণ মহাসাগরের মধ্যে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সিএনএন নিউজ এ তথ্য জানায়।

Dec 17, 2024 - 08:49
 0  0
পৃথিবীর সবচেয়ে বড় আইসবার্গ আবারও সরে যাচ্ছে

বেশ কয়েক মাস একই স্থানে স্থিত থাকার পর আবারও সরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমশৈলটি। বর্তমানে, আইসবার্গটি দক্ষিণ মহাসাগরের মধ্যে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস)-এর বিজ্ঞানীরা। সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে পরিমাপের সময় দেখা যায়, আইসবার্গটি ৩,৬৭২ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি রোড আইল্যান্ডের চেয়ে কিছুটা বড় ‘এ২৩-এ’ আইসবার্গটি। মূলত ১৯৮৬ সালে ফিলচনার-রনে আইস শেল্ফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই বিজ্ঞানীরা সাবধানে এটি ট্র্যাক করেছেন।

‘এ২৩-এ’ আইসবার্গটি ৩০ বছরেরও বেশি সময় ধরে অ্যান্টার্কটিকার ওয়েডেল সাগরের তলদেশে স্থির ছিল। তবে, এখন মনে হচ্ছে এটি সমুদ্রের তলদেশে আঁকড়ে ধরার জায়গা সংকুচিত হওয়ায় আইসবার্গটি সরে যাচ্ছে।

বিজ্ঞানীরা বলেছেন, এই বরফখণ্ডটি সম্ভবত প্রাকৃতিক একটি চক্রের অংশ হিসেবে ভেঙে গিয়ে চলেছে এবং এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় কোনো পরিবর্তন হবে না। তবে, জলবায়ু পরিবর্তনের কারণে আইসবার্গটির পরিবর্তন উদ্বেগজনক হয়ে উঠেছে, যা বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণ হতে পারে।

জলবায়ু পরিবর্তন এই বিশাল ও বিচ্ছিন্ন মহাদেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাচ্ছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীজুড়ে বিপদজনক পরিণতির কারণ হতে পারে।

জৈব রসায়নবিদ লরা টেলর বলেন, "আমরা জানি যে এই বিশাল আইসবার্গগুলো যেসব জলরাশির মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেগুলো প্রয়োজনীয় পুষ্টির উপাদান সরবরাহ করতে পারে, যা একে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।"

তিনি আরও বলেন, "আমরা আইসবার্গের আশপাশের সমুদ্রের পানির নমুনা সংগ্রহ করেছি। এই নমুনাগুলোর মাধ্যমে আমরা দেখতে চাই, 'এ২৩-এ' আইসবার্গটির চারপাশে কী ধরনের জীবন গড়ে উঠতে পারে এবং এটি মহাসাগরের কার্বন ও বায়ুমণ্ডলের সাথে কীভাবে ভারসাম্য প্রভাবিত করে। তবে, সবচেয়ে বড় আইসবার্গটি চলতে থাকাটা পরিবেশের জন্য সুখকর খবর নয়।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow