সিরিয়ায় গণকবরে এক লাখ মরদেহ, দাবি মার্কিন প্রতিষ্ঠানটির
যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থা দাবি করেছে, সিরিয়ার দামেস্ক শহরের বাইরে একটি গণকবর রয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার অ্যাডভোকেসি সংস্থা দাবি করেছে, সিরিয়ার দামেস্ক শহরের বাইরে একটি গণকবর রয়েছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের হাতে নিহত কমপক্ষে এক লাখ মানুষের মৃতদেহ রয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মোস্তফা দামেস্ক থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে আল কুতায়ফাহ এলাকায় এক টেলিফোন সাক্ষাৎকারে জানিয়েছেন, সেখানে পাঁচটি গণকবরের একটি রয়েছে। কয়েক বছর ধরে তথ্য সংগ্রহের পর এই কবরটি চিহ্নিত করা হয়েছে।
মোস্তফা আরও দাবি করেছেন, এই পাঁচটি গণকবরে ছাড়াও আরও অনেক গণকবর রয়েছে, যেখানে বাশার আল-আসাদ সরকারের আমলে নির্যাতনের শিকার সিরিয়ান নাগরিকদের মৃতদেহ রয়েছে। তিনি বলেন, এসব গণকবরে মার্কিন ও ব্রিটিশ নাগরিকদেরও মৃতদেহ থাকতে পারে। তবে মুস্তফার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, জানিয়েছে রয়টার্স।
এদিকে, বিদ্রোহীদের আক্রমণের মুখে গত ৮ ডিসেম্বর সিরিয়া ছেড়ে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
What's Your Reaction?