শেখ মুজিবের ছবি সম্বলিত ব্যানারে বিজয় দিবস উদযাপন করা হলো
বান্দরবানের আলীকদম সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনকালে সরকার নির্ধারিত ব্যানার না ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পর নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বান্দরবানের আলীকদম সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপনকালে সরকার নির্ধারিত ব্যানার না ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পর নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আলীকদম উপজেলা শিক্ষা কর্মকর্তা।
সোমবার, বিজয় দিবস-২০২৪ উদযাপনের সময় বিদ্যালয়ে ব্যবহৃত ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন খান।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ‘আপনি সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করেছেন, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর লঙ্ঘন।’
নোটিশে আরও বলা হয়, ‘এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে কিনা, তা তিন কর্মদিবসের মধ্যে সন্তোষজনক লিখিত জবাব দাখিল করার জন্য অনুরোধ করা হলো।’
স্থানীয় আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সিনিয়র নেতা আবুল কালাম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় কাজ। প্রধান শিক্ষকের এই কর্মকাণ্ডের কারণে সমস্ত শিক্ষক সমাজ আজ প্রশ্নবিদ্ধ। কোমলমতি শিক্ষার্থীদের মাঝেও এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনার তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি।
What's Your Reaction?