প্রিয়াংকার কাঁধে ফিলিস্তিন লেখা ব্যাগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর প্রশংসা

ভারতের ওয়েনাড়ের কংগ্রেস সংসদ সদস্য এবং কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী ভদ্র সম্প্রতি ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ নিয়ে লোকসভায় উপস্থিত হওয়ায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির মুখপাত্র সম্বীৎ পাত্র কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, "গান্ধী পরিবার সবসময়ে তোষণের ব্যাগ বয়ে নিয়ে চলে, আর এই কারণেই নির্বাচনে তাদের ফলাফল এমন হয়।"

Dec 17, 2024 - 09:06
 0  1
প্রিয়াংকার কাঁধে ফিলিস্তিন লেখা ব্যাগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর প্রশংসা

ভারতের ওয়েনাড়ের কংগ্রেস সংসদ সদস্য এবং কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী ভদ্র সম্প্রতি ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ নিয়ে লোকসভায় উপস্থিত হওয়ায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপির মুখপাত্র সম্বীৎ পাত্র কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, "গান্ধী পরিবার সবসময়ে তোষণের ব্যাগ বয়ে নিয়ে চলে, আর এই কারণেই নির্বাচনে তাদের ফলাফল এমন হয়।"

তবে প্রিয়াংকা এই বিতর্ক নিয়ে কোনো আমল দেননি। তিনি বলেছেন, "এ ধরনের আলোচনা আসলে পুরনো ‘পিতৃতন্ত্র’। আমি এখন কী পরব, কী পরব না, তা অন্য কেউ সিদ্ধান্ত নেবে? এটা একধরনের পিতৃতন্ত্র, যেখানে অন্যরা নারীদের পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি এতে কোনো গুরুত্ব দিই না। আমি যা চাই, তাই পরব।"

এটি প্রথম নয়, এর আগে প্রিয়াংকাকে প্যালেস্টাইন দূতাবাসের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠকের সময় ফিলিস্তিনি স্কার্ফ পরতে দেখা গেছে। গাজায় হামলার পর প্রিয়াংকা একাধিকবার কংগ্রেস নেত্রী হিসেবে তার অবস্থান স্পষ্ট করেছেন। এবার সংসদ সদস্য হিসেবে নিজের অবস্থান আরও একবার পরিষ্কার করলেন।

প্রিয়াংকার ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে সংসদে যাওয়ার ঘটনায় পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফওয়াদ হুসেন তার প্রশংসা করেছেন। তিনি বলেন, "প্রিয়াংকা গান্ধী ক্ষুদ্রকায় মানুষদের সামনে সাহস নিয়ে দাঁড়িয়েছেন। লজ্জার বিষয়, পাকিস্তানের পার্লামেন্টের কোনো সদস্যের এখনও এই সাহস হয়নি।"

ফওয়াদ আরও বলেন, "জওহরলাল নেহরুর মতো মহান স্বাধীনতা সংগ্রামীর নাতনীর কাছ থেকে আমরা কী আশা করতে পারি?" যদিও প্রিয়াংকা নেহরুর দৌহিত্রী নন, তার বাবা রাজীব গান্ধী ছিলেন নেহরুর দৌহিত্র, তবুও তার বক্তব্যের মর্মার্থ সবার কাছে স্পষ্ট হয়ে ওঠে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হামলা চালায় হামাস। এর পর থেকে গাজা এবং পশ্চিম তীরে ইসরাইলি সেনারা ধারাবাহিক হামলা এবং 'গ্রাউন্ড অপারেশন' চালিয়ে প্রায় ৫০ হাজার মানুষকে হত্যা করেছে, যার মধ্যে অধিকাংশই নিরপরাধ সাধারণ মানুষ, নারী ও শিশু।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow