মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও ছাত্র নিহত

মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার চাঁদবীল এবং মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকায় দুর্ঘটনাগুলি ঘটে।

Nov 17, 2024 - 06:52
 0  0
মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও ছাত্র নিহত

মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার চাঁদবীল এবং মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এলাকায় দুর্ঘটনাগুলি ঘটে।

চাঁদবীল এলাকায় নিহত নারীর (৫০) নাম-পরিচয় জানা যায়নি। অপরদিকে, জোড়পুকুরিয়া এলাকায় নিহত ইব্রাহিম হোসেন (১৪) গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর শাহের ছেলে। তিনি জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার পর তেরাইল গ্রামের ছাত্র ইব্রাহিম হোসেন তার বন্ধু আলমগীর হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে জোড়পুকুরিয়া গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় সামনে থেকে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক আসছিল। মাইক্রোবাসটি অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে ট্রাকের নিচে পড়ে মোটরসাইকেলটি। এতে আলমগীর হোসেন গুরুতর আহত হন এবং ইব্রাহিম হোসেন ঘটনাস্থলেই মারা যান। আলমগীরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে, মেহেরপুর-চুয়াডাঙ্গা মহাসড়কের চাঁদবীল এলাকায় অজ্ঞাত এক নারীর লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। তাদের ধারণা, দ্রুতগামী কোনো গাড়ি ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে গেছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আর বারী জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা লাশ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow