পূর্বাচল লেকে সুজানার পরে উদ্ধার শাহিনুরের লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ২ নম্বর সেক্টরের লেক থেকে সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

Dec 18, 2024 - 07:07
 0  1
পূর্বাচল লেকে সুজানার পরে উদ্ধার শাহিনুরের লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ২ নম্বর সেক্টরের লেক থেকে সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিহত শাহিনুর রহমান কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

বুধবার সকালে তার পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহায়তায় সেতুর নিচ থেকে লেকের পানিতে মোটরসাইকেলের নিচ থেকে কাব্যের লাশ উদ্ধার করেন। 

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচ থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। তার স্বজনদের কাছ থেকে জানতে পারি, সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। পরে বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ শাহিনুর রহমান কাব্যের লাশ উদ্ধার করে। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow