আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুটপাট করেছে: আসিফ নজরুল

প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

Dec 18, 2024 - 09:38
 0  0
আ.লীগ ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুটপাট করেছে: আসিফ নজরুল

প্রবাসীদের পছন্দের ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে আওয়ামী লীগ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘‘যখন আমি বিদেশে যাই, তখন প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে তাদের hard-earned টাকা পাঠানোর কথা বলেন। তারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করে সেই টাকা পাঠান। কিন্তু এই ব্যাংকগুলোকে টার্গেট করে ফ্যাসিবাদের দোসররা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এবং এসব ব্যাংকগুলোকে কার্যত পঙ্গু করে দিয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘গত বছরের তুলনায় এবার ২৬ শতাংশ রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, যা আমাদের জন্য একটি ইতিবাচক খবর। তবে সরকার এখন কাজ করছে, যাতে অভিবাসন ব্যয় আরও কমিয়ে আনা যায়।’’

দূতাবাসগুলোর কার্যক্রম নিয়ে অভিযোগ করে আসিফ নজরুল বলেন, ‘‘বিদেশি দূতাবাসগুলো যথাযথভাবে কাজ করছে না এবং প্রবাসীরা সেগুলোতে প্রায়ই হয়রানির শিকার হন। এর দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের।’’ 

এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে প্রবাসীরা একটি বড় অংশীজন ছিলেন। সরকারী প্রকল্পগুলোতে বিদেশি কর্মী না এনে অভিজ্ঞ ও প্রশিক্ষিত প্রবাসী শ্রমিকদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি। এছাড়া, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow