পাকিস্তান সিরিজের টেস্ট দলে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে বড় পরিবর্তন
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-০ জয়ের পর এখন ওয়ানডে সিরিজে লড়ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে জয় লাভ করে সিরিজে এগিয়ে রয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। এই সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দুটি টেস্ট ম্যাচ খেলবে। সেই টেস্ট সিরিজের জন্য প্রোটিয়ারা ঘোষণা করেছে একটি চমকপ্রদ স্কোয়াড।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-০ জয়ের পর এখন ওয়ানডে সিরিজে লড়ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে জয় লাভ করে সিরিজে এগিয়ে রয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। এই সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দুটি টেস্ট ম্যাচ খেলবে। সেই টেস্ট সিরিজের জন্য প্রোটিয়ারা ঘোষণা করেছে একটি চমকপ্রদ স্কোয়াড।
২৬ ও ৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে ঘোষিত এই স্কোয়াডে বেশ কিছু চমক রয়েছে।
চলমান ওয়ানডে সিরিজের আগমুহূর্তে কুঁচকির চোটে পড়া কেশভ মহারাজকে রাখা হয়েছে টেস্ট স্কোয়াডে। তার বদলে ওয়ানডে সিরিজে খেলা সেনুরান মুথুসামি জায়গা পেয়েছেন টেস্ট দলে। এছাড়া, গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পাওয়া ওয়ানডে দলের সদস্য ওয়ানডে অলরাউন্ডার মুল্ডারকেও স্কোয়াডে ফেরানো হয়েছে, তবে তার চোট নিয়ে এখনো শঙ্কা রয়েছে। যদি তিনি বক্সিং ডে টেস্টের আগে ফিট না হন, তবে তার পরিবর্তে ম্যাথিউ ব্রিটজকে খেলানো হবে।
এছাড়া, স্কোয়াডে দুই আনক্যাপড পেসার কারবিন বোশ ও কুয়েনা মাফাকাও রাখা হয়েছে, যারা কখনো টেস্ট খেলেননি। কারবিন বোশ, প্রাক্তন টারটিয়াস বোশের ছেলে, ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দারুণ পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন। অন্যদিকে, চোটে পড়া জেরাল্ড কুটর্জির বদলি হিসেবে মাফাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলছেন।
দক্ষিণ আফ্রিকার জন্য এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করতে তাদের আর একটি জয় প্রয়োজন।
**দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:**
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, কারবিন বোশ, ম্যাথিউ ব্রিটজ, টনি ডি জর্জি, মার্কো জ্যানসেন, কেশভ মহারাজ, কুয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ওয়ায়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিবেস্টন স্টাবস, কাইল ভেরেয়ানে।
What's Your Reaction?