ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে পরাজিত করে বছর শেষ করতে চান সিমন্স

টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে বড় হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার বাংলাদেশ সামনে পেয়েছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যে নিশ্চিত হয়ে যাওয়ায় এখন শেষ ম্যাচে জয়লাভের অপেক্ষায় রয়েছে লিটন দাসের দল।

Dec 19, 2024 - 09:00
 0  2
ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে পরাজিত করে বছর শেষ করতে চান সিমন্স

টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজে বাংলাদেশকে বড় হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এবার বাংলাদেশ সামনে পেয়েছে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ। তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যে নিশ্চিত হয়ে যাওয়ায় এখন শেষ ম্যাচে জয়লাভের অপেক্ষায় রয়েছে লিটন দাসের দল। আর তা ঘটলে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ক্যারিবীয়দের নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করার সম্ভাবনা। বাংলাদেশের কোচ ফিল সিমন্সের লক্ষ্য এখন এই সাফল্য।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে ফিল সিমন্স স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার কথা জানিয়েছেন। তার মতে, কাজটা কঠিন হলেও তিনি চান বছরের শেষটা জয় দিয়ে কাটাতে, এবং সেই জয় নিয়েই বাংলাদেশে পা রাখতে চান। 

ফিল সিমন্স বলেন, "আমি যেভাবে সব দলের দায়িত্ব নেই, এখানেও ঠিক তেমনভাবে কাজ করছি। হোয়াইটওয়াশ করতে পারব কি না, তা জানি না, তবে সিরিজ জিতেছি—এটাই সবচেয়ে বড় ব্যাপার। শেষ ম্যাচটি অবশ্যই জয়ী হতে চাই, সিরিজটি জয় দিয়ে শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। আমার দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা জানুক, কিভাবে খেলতে হবে, এবং কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়।"

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেলেও টি-টোয়েন্টি সিরিজে ভালো পারফরম্যান্সের কারণ হিসেবে সিমন্স বলেন, "ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের মধ্যে কিছু পার্থক্য আছে। অনেক খেলোয়াড় যারা ওয়ানডে দলে ছিল না, তারা এখন টি-টোয়েন্টি দলে যোগ দিয়েছে। আপনি সবসময় আরও ভালো পারফরম্যান্স আশা করেন। ওয়ানডে সিরিজে হারের পরও, ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে, যদিও ওয়ানডেতেও আমরা ভাল খেলেছিলাম।"

সিরিজ জয়ের কৃতিত্ব ক্রিকেটারদের দিচ্ছেন সিমন্স, তিনি বলেন, "আমার মনে হয়, ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস দিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাট একেবারেই আলাদা। আমরা যেভাবে সহজেই জিতেছি, তাতে আগেভাগে কিছু বলা সম্ভব নয়। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে, বিশেষ করে ওয়ানডে সিরিজে হারের পরেও তারা যে পারফরম্যান্স দেখিয়েছে।"

শেষ ম্যাচে বাংলাদেশের জয় সম্ভব বলে মনে করছেন সিমন্স। তিনি বলেন, "আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি যে জয় সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও, আমরা এখানে আসার পর আলোচনা করেছি কীভাবে জিততে পারি। প্রথম দুটি ম্যাচের পর, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসে পরিকল্পনা করব, কীভাবে জেতা সম্ভব। আমাদের জয়ের সামর্থ্য আছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow