মা হওয়া বোকামি বলে মন্তব্য রাধিকার

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ-ইন শুরু করেন তিনি। পরের বছর জানা যায়, তারা আইনিভাবে বিয়ে করেছেন। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন এই অভিনেত্রী, এবং মা হওয়াকে তিনি "বোকামি" বলে বর্ণনা করেছেন।

Dec 21, 2024 - 04:53
 0  0
মা হওয়া বোকামি বলে মন্তব্য রাধিকার

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সদ্য মা হয়েছেন। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ-ইন শুরু করেন তিনি। পরের বছর জানা যায়, তারা আইনিভাবে বিয়ে করেছেন। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন এই অভিনেত্রী, এবং মা হওয়াকে তিনি "বোকামি" বলে বর্ণনা করেছেন।

রাধিকা একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। তিনি জানান, তিনি বা তার স্বামী কোনোভাবেই পরিবার পরিকল্পনা করেননি। রাধিকা বলেন, "আমার মা হওয়া আসলে একটা বোকামির মতো ব্যাপার ছিল। আমি কোনো উৎসাহ বা উত্তেজনার বশে সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি দ্বিধায় ছিলাম, আদৌ সেই সিদ্ধান্তে স্থির থাকতে পারব কি না, তা ভাবছিলাম।"

অন্তঃসত্ত্বা হওয়ার পর তার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে, জানিয়ে রাধিকা বলেন, "অন্তঃসত্ত্বা হওয়ার পর কী কী হবে, তা নিয়ে কখনোই আমি ভাবিনি। শরীরে কী পরিবর্তন আসবে, তাও জানার চেষ্টা করিনি। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর অনেক কিছুই পালটে গেছে। এই সময়টা খুব কঠিন এবং কষ্টকর ছিল, যা কেউ বিশেষভাবে বলেন না। কিছু মানুষের হয়তো তেমন সমস্যা হয় না, তবে সন্তানধারণ সত্যিই একটা কঠিন প্রক্রিয়া, এবং এর ফলে শরীরে মারাত্মক পরিবর্তন আসে।"

সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় রাধিকার অভিনীত 'সিস্টার মিডনাইট' চলচ্চিত্রটি। সেখানে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন, কারণ তার মা হওয়ার খবরটি এতদিন গোপন ছিল। অনুষ্ঠানে তোলা ছবি তিনি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow