তালতলীতে টিসিবির ডাল পাচার, তদন্তে অগ্রগতি নেই
বরগুনার তালতলীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডাল পাচারের ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে দুই সপ্তাহ পার হলেও এখনও তদন্তের কোনো অগ্রগতি দেখা যায়নি। ১৫ দিনেও তদন্ত কমিটির নাম প্রকাশ করা হয়নি, এবং উপজেলা প্রশাসন তদন্ত কমিটির সদস্যদের পরিচয়ও গোপন রেখেছে। এর মধ্যে, ডিলারের বিরুদ্ধে দুর্নীতি আড়াল করতে লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে।
বরগুনার তালতলীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডাল পাচারের ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে দুই সপ্তাহ পার হলেও এখনও তদন্তের কোনো অগ্রগতি দেখা যায়নি। ১৫ দিনেও তদন্ত কমিটির নাম প্রকাশ করা হয়নি, এবং উপজেলা প্রশাসন তদন্ত কমিটির সদস্যদের পরিচয়ও গোপন রেখেছে। এর মধ্যে, ডিলারের বিরুদ্ধে দুর্নীতি আড়াল করতে লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, ৭ ডিসেম্বর তালতলীর বড়বগী ইউনিয়নে মেসার্স আসিফ ট্রেডার্স নামক ডিলার টিসিবির পণ্য বিতরণ করছিলেন। সেই সময় রাতে একটি অটোবোরাকে টিসিবির পণ্য পাচার হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত এ ঘটনায় হস্তক্ষেপ করে এবং উপজেলা শহরের হাইস্কুল সড়ক থেকে ৪ বস্তা ডালসহ অটোবোরাটি আটক করে।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওই ৪ বস্তা (২০০ কেজি) ডাল জব্দ করেন। তবে পাচারকারীদের, ড্রাইভার এবং অটোবোরাকে আটক করা সম্ভব হয়নি, তারা ধরা পড়েনি।
এদিকে, টিসিবির একাধিক কার্ডধারী জানান, তারা দীর্ঘদিন ধরে টিসিবির পণ্য পাননি, এবং কখন বিতরণ হবে তাও জানেন না। বেশ কিছু সময় ধরে পণ্য বিতরণের কোনও কার্যক্রম চালু না থাকায়, পণ্যগুলো চোরাই পথে বিক্রি হয়ে যায়।
এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, টিসিবির ডাল পাচারের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডিলার এবং প্রশাসনের মধ্যে লাখ টাকার লেনদেন হয়েছে। এই কারণে পাচারকারীরা ধরা পড়েনি এবং ড্রাইভার ও অটোবোরাকে আটক করা সম্ভব হয়নি।
টিসিবি’র পণ্য বিতরণকারী ট্যাগ অফিসার নজির আহমেদ জানান, আটককৃত ৪ বস্তা ডাল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিতরণ করা হয়েছে। তবে তিনি তদন্ত সম্পর্কে কিছু জানেন না।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা জানান, জনতার হাতে আটককৃত ৪ বস্তা ডাল উদ্ধার হওয়ার পর ট্যাগ অফিসারের মাধ্যমে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, ডাল পাচারের ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্টে ডিলারের লাইসেন্স বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।
What's Your Reaction?